Tuesday, 29 September 2015

IF YOU ARE A TEACHER HAVE TO KNOW THIS MUST

IF YOU ARE A TEACHER HAVE TO KNOW THIS MUST

প্রশ্নঃ একজন শিক্ষক ডেপুটেশনে বি.এড করছেন। কলেজ যেদিন তাকে রিলিজ দিল, তাপরদিন থেকে বিদ্যালয়ে গ্রীষ্মাবকাশ শুরু হয়ে গেল। এই অবকাশ শেষ হবার আগেই বি.এড পরীক্ষা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে তিনি কি করবেন?
উঃ কোনো সমস্যা নেই। পরীক্ষা শেষ হবার পরের দিনই বিদ্যালয়ে যোগ দেবেন। কলেজ এর রিলিজ অর্ডার, পরীক্ষার রুটিন সহ বিদ্যালয়ে আবেদন করবেন। ডেপুটেশনের সময়কাল চাকুরীরত: বলে গন্য করা হবে ও পরীক্ষার দিন গুলি (৭ দিন পূর্ব থেকে) স্টাডি লিভ হিসেবে গন্য হবে। DSE Memo No. 982/SC/G dt. 7.3.68 & No 79-Edn(S) dt 28.1.94

প্রশ্নঃ একজন শিক্ষক বিদ্যালয়ে যেতে গিয়ে দুর্ঘটনায় পা ভাঙ্গেন। ডাক্তারবাবু ওনাকে ২ মাস বিশ্রাম নিতে বলেছেন। এক্ষেত্রে উনি কি কোনো স্পেশাল লিভ পাবেন?
উঃ পেতে পারেন যদি ওনার সমস্ত জমানো লিভ শেষ হয়ে যায়। এক্ষেত্রে নির্দিষ্ট কাগজপত্র সহ বিদ্যালয় কর্তৃপক্ষের সুপারিশ সহ মধ্যশিক্ষা পর্ষদে প্রেরণ করতে হবে।G.O No. 79-Edn(S). Dt 28.1.94

প্রশ্নঃ বিদ্যালয়ে যোগদানের কত দিন পর একজন শিক্ষক তাঁদের প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন?
উঃ অন্তত চার মাস চাকরি করার পর। G.O No. 777-Edn(S), dt. 1.8.84

প্রশ্নঃ একজন সহকারী প্রধান শিক্ষক রূপে ৭ বছর থাকার পরে ওই পদ থেকে অব্যাহতি নিয়ে সহ-শিক্ষক রূপে ফিরে আসতে চান। সেক্ষেত্রে তাঁর বেতন কিভাবে নির্ধারিত হবে?
উঃ রোপা ২০০৯ অনুযায়ী সহকারী প্রধান শিক্ষকের জন্য যে ২০০ টাকা অতিরিক্ত গ্রেড পে পেতেন সেটা কমে যাবে। G.O NO. 181-SE(B)dt 8.10.2009.

প্রশ্নঃ মেডিকেল লিভ থাকলে কি কমিউটেড লিভ নেওয়া যায়?
উঃ হ্যা যায়। ব্যাক্তিগত প্রয়োজনে নেওয়া যাবে।

প্রশ্নঃ এস.এস.সি দ্বারা নিযুক্ত কোনো প্রধান শিক্ষক পুনরায় সহ-শিক্ষক পদে ফিরতে চান। সেক্ষেত্রে কি করণীয়?
উঃ যদি লিয়েন নিয়ে থাকেন তাহলে বর্তমান বিদ্যালয় থেকে রিলিজ অর্ডার নিয়ে পুরানো স্কুল এ সহ-সক্ষক পদে যোগ দিতে পারবেন। কিন্তু লিয়েন না নিলে কোনো ভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে চাকরি চলে যাবে।

প্রশ্নঃ একজন শিক্ষক বিদ্যালয়ে হাজির না হয়ে পরে হাজিরা খাতায় সই করলেন। এক্ষেত্রে কে দায়ী থাকবে? এটি কি শাস্তিযোগ্য অপরাধ?
উঃ দায়ী থাকবেন বিদ্যালয় প্রধান। অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি জেলা বিদ্যালয় পরিদর্শকের নজরে আনতে হবে।

প্রশ্নঃ দত্তক নেওয়ার জন্য শিক্ষিকারা কোনো ছুটি পাবেন কি?
উঃ হ্যা পাবেন। যদি ওই শিক্ষিকার ২ টির কম সন্তান থাকে এবং দত্তক নেওয়া সন্তানের বয়স ১ বছরের কম হয় তবে উনি ওই সন্তানের ১ বছর বয়েস না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ১৩৫ দিন ছুটি পাবেন। এই চাইল্ড এডপ্শন লিভ এর সাথে যে কোনো ছুটি যোগ করা যাবে যতদিন না বাচ্চাটির বয়েস ১ বছর হচ্ছে। এই ছুটির আদেশ কার্যকর হয়েছে ১.১০.২০১১ থেকে।G.O NO. 421-SE(S), dt. 29.2.2012.

প্রশ্নঃ প্রধানশিক্ষক কর্তৃক ডাকা অভিভাবক সভায় উপস্থিত থাকা কি বাধ্যতামূলক?
উঃ যদি উপস্থিত থাকতে হবে এই মর্মে প্রধান শিক্ষক মহাশয় "বিজ্ঞপ্তি" জারি করেন তবে থাকাটাই বাঞ্চনীয়। যদি এক্ষেত্রে কেউ অনুপস্থিত হয়, এবং তাঁর অনুপস্থিতির ব্যাখ্যায় কর্তৃপক্ষ সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদন সাপেক্ষে শিক্ষক-শিক্ষাকর্মীদের আচরণ বিধির ১২ এবং ২৮ ন. ধারা অনুযায়ী শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে পারে। BOARD MEMO NO. S/18, dt 14.1.2005 & S/120, Dt 30.5.2005.

প্রশ্নঃ এডিশনাল পোস্টে চাকরি করাকালীন একজন শিক্ষক বিনা বেতনে মেডিকেল গ্রাউন্ডে ছুটি নিয়েছিলেন। অনার ইনক্রিমেন্ট কি পিছিয়ে যাবে? ওই সময়ে কি উনি মেটারনিটি লিভ পাবেন?
উঃ প্রথমটির উত্তর না, দ্বিতীয়টির হ্যা।

প্রশ্নঃ একজন শিক্ষকের স্ত্রী ৪৯৮A ধারায় কেস করেন। ফলে ওই শিক্ষক মহাশয় ৬০ দিন স্কুল এ যান নি। পরে হাইকোর্ট থেকে বেল নিয়ে চাকরিতে যোগদান করেন। এখন কেস টি মিটে গেছে। ওই ৬০ দিনের কি ছুটি হবে?
উঃ যদি ওই শিক্ষক ৬০ দিন পুলিশ হেফাজতে থেকে থাকেন তবে ওই সময়কালের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ওনাকে সাময়িক বরখাস্ত করবেন। ফলে ওই সময়কালে উনি সাবসিস্টেন্স এলাউন্স বা হাফ পে পাবেন। যদি আপনি নির্দোষ বলে প্রমানিত হন তবে ওই ৬০ দিনের সময়কাল চাকুরিরত বলে গন্য হবে এবং মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি বলে পুরো বেতন পাবেন। BOARD MEMO NO. S/606 dt 21.6.1982 & S/Adm/17 dt 19.1.2007.

প্রশ্নঃ একজন ভদ্রমহিলার শিক্ষিকা মা কর্মরত অবস্থায় মারা গিয়েছেন। ভদ্রমহিলার স্বামী বেকার। উনি কি অনুকম্পাজনিত ক্ষেত্রে ওই চাকরি পাবেন?
উঃ না।

প্রশ্নঃ ২৩শে জানুয়ারী, ২৬শে জানুয়ারী, ১৫ই অগাস্ট এই দিনগুলি এন.আই এক্ট অনুযায়ী ছুটি। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এই দিন গুলিতে শিক্ষক-শিক্ষাকর্মী-ছাত্র দের সকলকে উপস্থিত থাকতে বলে যাতে বিদ্যালয়ে পালন করা যায়। এই দিনগুলিতে কেউ বিদ্যালয়ে না এলে সেক্ষেত্রে কি সি.এল কাটা যাবে?
উঃ বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশ হচ্ছে ওই দিন গুলি এবং মাঝে মাঝে নির্দেশিত বিশেষ বিশেষ দিনগুলি "ছুটি" থাকলেও বিদ্যালয়ে পালন করার। তাই এক্ষেত্রে এন.আই এক্ট এ ছুটি থাকে স্বাভাবিক ভাবেই ওই দিন অনুপস্থিত হলে সি.এল কাটার কথা না। কিন্তু বোর্ডের নির্দেশনামা এস/১৮, তাং. ১৪.১.২০০৫ অনুযায়ী, ওই অনুপস্থিতির সন্তোষজনক ব্যাখ্যা না থাকলে সংশ্লিষ্ট শিক্ষক/শিক্ষাকর্মির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

প্রশ্নঃ চাকরির প্রথম বছরে একজন শিক্ষক ২৪.১২.২০১১ তে অনুপস্থিত ছিলেন। ২৫.১২.১১ থেকে ০১.০১.২০১২ স্কুল ছুটি ছিল। এক্ষেত্রে কদিন ছুটি কাটা যাবে?
উঃ যদি ২.১.২০১২ তে স্কুল এ যোগদান করেন তবে ১ দিন ছুটি হবে।

প্রশ্নঃ শারীর শিক্ষার শিক্ষক বি.এড করেছেন। সার্ভিস বুকে কি ইটা লেখা যাবে?
উঃ ডি.আই এর অনুমতি সাপেক্ষে লেখা যাবে।

প্রশ্নঃ একজন শিক্ষক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওনার ডিভোর্সী স্ত্রী কি পারিবারিক পেনশন পাবেন?
উঃ না। কিন্তু যদি ওই শিক্ষকের কোনো সন্তান থাকে এবং তার বয়েস যদি ২৫ বছরের কম হয় তবে সে ফ্যামিলি পেনশন পাবে।

প্রশ্নঃ প্রধান শিক্ষক অবসর গ্রহণ করার পর সহকারী প্রধান শিক্ষক থাকলে অন্য কোনো শিক্ষক কে কি টিচার ইন চার্জ করা যায়?
উঃ এ সম্পর্কে কোনো সরকারী আদেশনামা নেই। পুরো বিষয়টাই নির্ভর করে বিদ্যালয় পরিচালন সমিতির ওপর।

প্রশ্ন. (ক) শিক্ষিকারা চাকরি জীবনে কতবার মিসক্যারেজ লিভ পেতে পারেন? (খ) মেটারনিটি লিভ দুবার নেওয়ার পর কি মিসক্যারেজ লিভ পাওয়া যাবে? (গ) মিসক্যারেজ হওয়ার আগে যদি কেউ ছুটিতে থাকেন, সেক্ষেত্রে কি ছুটি হবে? (ঘ) মেটারনিটি লিভ কতবার পাওয়া যায়?
উ. (ক) কোনো সীমাবদ্ধতা নেই। প্রয়োজনেই পাওয়া যাবে। এই ছুটি মিসক্যারেজের দিন থেকে অনধিক ৬ সপ্তাহ পাওয়া যাবে। এর জন্য রেজিস্টার্ড ডাক্তার বা সরকারী হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট দিতে হবে। এবর্শনের ক্ষেত্রেও একই নিয়ম। (খ) হ্যা যাবে। (গ) নিজের জমা ছুটি থেকে ওই ছুটি নিতে হবে। ছুটি না থাকলে বিনা বেতনে ছুটি হবে। (ঘ) কোনো সীমাবদ্ধতা নেই। জি.ও নম্বর. ৭৯- ই.ডি.এন (এস) ২৮.১.৯৪।

প্রশ্ন. ছুটি হবার আগেই কোনো শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয় থেকে চলে গেলেন। এটা কি করা যায়?
উ. ছুটি হবার আগেই যদি কোনো শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয় প্রধানের অনুমতি ব্যতিরেকে চলে যান, সেক্ষেত্রে উনি শিক্ষক/শিক্ষিকাদের আচরণবিধি ২০০৫ এর ১৫ নং ধারা লঙ্ঘন করেছেন বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে শাস্তি হতে পারে। বোর্ডের নির্দেশনামা এস/১৮, ১৪.০১.২০০৫।

প্রশ্ন. বাড়িভাড়া ভাতা সংক্রান্ত ডিক্লারেশন দেওয়া কি বাধ্যতামূলক?
উ. হ্যা। প্রতি বছর জানুয়ারী ও জুলাই মাসে শিক্ষক/অশিক্ষক কর্মচারীদের ওই ডিক্লারেশন দেওয়া বাধ্যতামূলক। না দিলে বাড়ি ভাড়া ভাতা থেকে বঞ্চিত হতে পারেন।

প্রশ্ন. একজন শিক্ষকের বি.এড আছে, আর একজনের নেই। এনাদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার হবে কি?
উ. হবে।

প্রশ্ন. ই.সি ক্যাটেগরী তে নিযুক্ত শিক্ষক কি জেনেরাল ক্যাটেগরির শিক্ষকের সাথে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন ?
উ. না।

প্রশ্ন. স্নাতক স্তরে ৪২% নম্বর থাকায় একজন শিক্ষক বি.এড করতে পারছেন না। ওনার ইনক্রিমেন্ট কি হবে?
উ. চাকরিতে যুক্ত হবার পর আনট্রেন্ড হিসেবে ৪ টি ইনক্রিমেন্ট পাবেন। তারপর ইনক্রিমেন্ট বন্ধ থাকবে। যেদিন ওনার চাকরি ১১ বছর পূর্ণ হবে সেদিন থেকে আবার ইনক্রিমেন্ট চালু হবে। জি.ও নং. ১৪৯- ইডিএন (এস) তাং. ১৯.২.৭৯।

প্রশ্ন. এক স্কুল থেকে অন্য স্কুল এ গেলে জি.পি.এফ এর টাকা কিভাবে হস্তান্তরিত হবে?
উ. প্রথম স্কুল থেকে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট এ.আই অফ স্কুলস ওই শিক্ষকের আপ-টু-ডেট পি.এফ এর সুদ সুহ হিসেব কষে ডিমান্ড ড্রাফট বা চেক দেবেন ওই শিক্ষকের নামে বা প্রথম স্কুল নিয়োগকর্তার নামে। এর পর প্রথম স্কুল ওই শিক্ষক কে তাঁর প্রাপ্য টাকা ক্যাশ বা চেক মারফত দেবে। ওই টাকা নতুন স্কুল এর পি.এফ একাউন্টে ট্রেজারীর মাধ্যমে জমা হবে। যদি দুটি বিদ্যালয় একই ডি আই এর অধীনে হয়, তবে ঐভাবে ড্রাফট বা ক্যাশ পাওয়া যাবে না। ডি.আই এর মারফত ট্রেজারী তে জানাতে হবে, টাকা হস্তান্তরের জন্য।

প্রশ্ন. একজন শিক্ষিকার মেটারনিটি লিভ যেদিন শেষ হবে সেইদিন থেকেই পুজোর ছুটি পড়বে। উনি কি করবেন?
উ. পুজোর ছুটির পর বিদ্যালয় খোলার দিন অবশ্যই উপস্থিত থাকবেন।

প্রশ্ন. বড় ছুটির পরে অনুপস্থিত থাকলে এম.এল হয়। একজন শিক্ষকের গরমের ছুটির পরে যেদিন স্কুল খুলবে সেইদিন পরীক্ষা আছে। উনি স্টাডি লিভ পান নি। এক্ষেত্রে কি উনি সি.এল নিয়ে পরীক্ষা দিতে পারবেন?
উ. যেহেতু পরীক্ষার জন্য এম.এল অনুমোদন করা যায় না, তাই ঐদিন উনি হাফ পে লিভ বা কমিউটেড ছুটি নিয়ে পরীক্ষা দিতে পারেন।

প্রশ্ন. একজন শিক্ষিকার ছেলের চিকেন পক্স হয়েছে। উনি কি "সংক্রামক ব্যাধিজনিত ছুটি" পেতে পারেন?
উ. না। জি.ও নং. ১৫৪১-ইডিএন (ES), ১৫.১২.৭৭ @ বোর্ডের সার্কুলার ৪১১/বি, ৫.২.৮৮

প্রশ্ন. বিনা বেতনে ছুটি নিলে কি ব্রেক অফ সার্ভিস হয়?
উ. না।

প্রশ্ন. চাকরির প্রথম বছরে একজন শিক্ষক ৫ দিন মেডিক্যাল গ্রাউন্ডে ছুটি নিয়েছিলেন। এম.এল জমে না থাকে স্কুল ওই ৫ দিন বিনা বেতনে ছুটি দেয়। এখন অনার লিভ একাউন্টে ১৫ টি ছুটি জমেছে। উনি কি ৫ দিনের কাটা বেতন ফেরত পেতে পারেন?
উ. বিদ্যালয়ের মাধ্যমে উপযুক্ত নথি সহ মধ্যশিক্ষা পর্ষদে আবেদন করতে হবে। এক্ষেত্রে সাধারণত ওই ৫ টি ছুটি এখন জমানো ১৫ টি ছুটি থেকে এডজাস্ট করে দেওয়া হয়ে থাকে। বিষয়টি বিবেচনা করা যেতেই পারে।

প্রশ্ন। স্কুল এর শিক্ষিকাদের প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ড্রেস কোডের নির্দেশ দিতে পারে?
উ. মধ্যশিক্ষা পর্ষদ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য যে আচরণ বিধি ২০০৫ চালু করেছে তার ১০ নম্বর ধারায় বলা আছে যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের যদি কোনো ড্রেস কোড থাকে তা মান্য করতে ওনারা বাধ্য (এস/১৮ তারিখ ১৪.১.২০০৫) .কিন্তু গত ৩০.৫.২০০৫ পর্ষদের নির্দেশনামা নং. ১২০ তে ওই ক্লস বাতিল করা হয়েছে। ফলে নির্দিষ্ট কোনো ড্রেস কোডের বিষয় থাকছে না। তবে সামাজিক ও পেশাগত অবস্থানের কথা মাথায় রেখে মর্য্যাদাযুক্ত রুচিশীল শোভনীয় পোশাক পরিধান করাই উচিত।

প্রশ্ন. শিক্ষিকাদের চাইল্ড কেয়ার লিভ কতদিন প্রাপ্য?
উ. শিক্ষিকাদের চাইল্ড কেয়ার লিভ এখনো চালু হয় নি। সরকারী কর্মচারীরা ওই সুযোগ পাচ্ছেন।

প্রশ্ন. শারীরশিক্ষার একজন শিক্ষক কত দিন অন ডিউটি পেতে পারেন খেলাধুলার জন্য?
উ. যদি ডিরেক্টর অফ ফিসিক্যাল এডুকেশন বা জেলা জেলা শারীর শিক্ষা আধিকারিক দ্বারা ওই শিক্ষক কে "অধিগ্রহণ" (রিকুইজিশন) করা হয় এই মর্মে যে উনি জেলা বা রাজ্য স্কুল স্পোর্টস এর কাজে যুক্ত আছেন সেক্ষেত্রে ওই অধিগ্রহনের সময়কালটি অন ডিউটি হিসেবে গন্য করা হবে। জি.ও - ৫৩৫- ফি এডু তারিখ - ২১.২.৮৬।

প্রশ্ন. কর্মরত শিক্ষক দম্পতি। উভয়ের কর্মস্থলের দুরত্ব ৩৯০ কিমি। ৬০০০ টাকার বেশি (উভয়ের বাড়ি ভাড়া ভাতার সমষ্টি) ভাতা পাবেন ?
উ. হ্যা, পেতে পারেন। নির্দিষ্ট পদ্ধতিতে ডি.আই/এস.ই মারফত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর অনুমোদন সাপেক্ষে। জি.ও নং. ৫৩৮-এস.ই (বি), ২৪.১০.২০০৭।

প্রশ্ন. একজন শিক্ষকের ২১ বছর চাকরি হয়ে গেছে। উনি কি স্বেছাবসর নিতে পারেন? তাহলে কি ফুল পেনশন ও গ্রাচুইটি পাবেন?
উ. ন্যূনতম ২০ বছর যোগ্য চাকুরিকাল হলেই স্বেছাবসর নেওয়া যায়। এক্ষেত্রে উনি ফুল পেনশন পাবেন। ফুল গ্রাচুইটি পেতে গেলে ৩৩ বছর যোগ্য চাকুরিকাল হওয়া চাই। উনি ২১ বছরের জন্য আনুপাতিক হারে গ্রাচুইটি পাবেন কিন্তু কখনই ৬ লক্ষ টাকার বেশি নয়। জি.ও নং, ৫৫- ই ডি এন (বি), ১১.০২.৯৪।

The Public Service Commission, 

West Bengal is inviting application from the eligible candidates for recruitment to 165 posts of West Bengal Audit and Accounts Service. Interested and eligible candidates may apply Online only through the official website of the PSC West Bengal (See URL below). Advertisement No. 17/2015. Selection to the posts will be through West Bengal Audit and Accounts Service Examination, 2015. Educational qualification required and other details in brief, for informational purpose only in interest of job seeker, are given below —


PSC WEST BENGAL INVITES ONLINE APPLICATION FOR 165 POSTS OF WEST BENGAL AUDIT AND ACCOUNTS SERVICE. LAST DATE — 07/10/2015

1. West Bengal Audit and Accounts Service:
Number of Vacancies: 165 Nos. (Unreserved – 62; SC-44; ST-12; BC(A)-23; BC(B)-14; PH-10)

Educational Qualification: A Bachelor’s degree in Commerce of a recognized University or Membership of the Institute of Chartered Accountants of India or Membership of the Institute of Costs and Works Accountants of India.

Age Limit: Not more than 32 years as on 01.01.2015 (i.e. born not earlier than 2nd January, 1983).

Pay Scale: Rs.15,600/- to 42,000/- and Grade Pay: Rs.5400/-

Upper Age Relaxation: 5 years for S.C. & S.T. candidates and by 3 years for B.C. candidates. In the case of Persons with Disabilities (PWD), the upper age limit is relaxable upto 45 years. The benefits of reservation of vacancies for S.C/S.T/B.C. candidates are admissible to S.C./S.T./B.C. candidates of West Bengal only. Reserved candidates of other States will be treated as general candidates.

Candidates’ Selection: The Public Service Commission, West Bengal will hold the West Bengal Audit and Accounts Service Examination, 2015 on the results of which recruitment is made to the posts of West Bengal Audit and Accounts Service.
Examination will be held in two successive stages, viz., (i) Preliminary Examination (Objective Type) and (ii) Main Examination (Conventional Type) followed by Personality Test. A number of candidates to be selected on the results of the Preliminary Examination will be allowed admission to the Main Examination and a number of candidates to be selected on the results of the Main Examination will be called to appear at the Personality Test.
The Preliminary Examination will be held at various centres in Kolkata and Darjeeling in December, 2015 or thereabout. Only scheduled tribe’ candidates of Darjeeling district and other candidates of the three hill sub-divisions, namely Darjeeling Sadar, Kalimpong and Kurseong will be allowed to appear at Darjeeling centre. The Main Examination will be held in Kolkata only.
Exact Date, Time and Venue for examination/interview will be intimated to the eligible candidates in due course as well as such information will be also available in the official website of PSC West Bengal
For more details regarding candidates’ selection norms and eligibility norms, go through the officially released advertisement (See URL/PDF below).

Examination Fee: Candidates must pay Rs.200/- (excluding service charges) as Examination Fee. Fee can be paid through Online mode during submission of online application form by using Debit/Credit card or Net banking OR can be paid through Bank by means of fee payment Challan. Fee Challan can be downloaded from the official website of PSC West Bengal. See released advertisement for more details.
NO EXAMINATION FEE REQUIRED IN CASE OF SC/ST CANDIDATES OF WEST BENGAL AND PWD CATEGORIES.

How to Apply: Interested and eligible candidates may apply online only through the official website of PSC West Bengal — www.pscwbonline.gov.in (See link to Application form given below) from dated 16/09/2015 to 07/10/2015
Candidates have to first go for “One Time Registration” (link available on top of the left panel in home page of the website www.pscwbonline.gov.in) and fill up all the required data and uploading scanned photo and signature to get User ID and Password. However, those candidates who have earlier registered themselves with PSC, West Bengal need not to do registration again. They can use their previous User Id and Password for login into their respective Dashboards. See officially released advertisement for more details.
Upon successful submission of online application form, the system generated Registration Slip will appear on the computer screen. Candidates must print-out it and should retain the same for future correspondence. DO NOT SEND ANY PRINT-OUT/ DOCUMENTS TO THE COMMISSION AT THIS STAGE.
For detailed instruction on how to apply online, please go through the officially released advertisement (See URL / PDF file given below)

Important Dates:
Starting Date of Online Application: 16/09/2015 (11.30 AM)
Closing Date of Online Application: 07/10/2015 (till Midnight)

Above given information are in brief. Before applying Online please go through the officially released Advt.
Official website of PSC West Bengal — www.pscwbonline.gov.in
For Advt., See following PDF file — See detailed Advt.
To Apply Online now, visit the following URL — Visit the URL  (Application link will be available from 16.09.2015)

RISE COMPUTER & OPEN EDUCARE

RISE COMPUTER & OPEN EDUCARE

RISE COMPUTER & OPEN EDUCARE: hello ! how are all of you?

 hello ! how are all of you?
hello ! how are all of you?

FORM

// Data attributes data-tally-open="nWgJPR" data-tally-emoji-text="👋" data-tally-emoji-animation="heart-beat"...