Thursday, 7 September 2017

GK

1. আকাশবাণী নামটি কে দেন..?
> রবীন্দ্রনাথ ঠাকুর 
2. কোন সরীসৃপ উড়তে পারে..?
> ড্রাকে ভোলানার্স
3. 'ভারতবর্ষ' কথাটি প্রথম কোথায় পাওয়া যায়..?
> ঋকবেদ
4. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন..?
> সুকুমার সেন
5. অন্ধ মানুষের পড়ানোর পদ্ধতিটির নাম কি..?
> লুই ব্রেইল পদ্ধতি 
6. ক্রিকেট ব্যাট তৈরি হয় কোন কাঠ দিয়ে..?
> উইলো কাঠ দিয়ে
7.কোন সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হয়..?
> দঃ আমেরিকার র ্যাটেল স্নেক 
8. লিখে পরীক্ষা দেওয়ার নীতি কবে থেকে চালু হয়..?
> ১৭০২ খ্রীস্টাব্দে 
9. "সারে জাঁহা সে আচ্ছা" গানটি কার লেখা..?
> মহম্মদ ইকবাল
10. টুথব্রাশের আবিষ্কারক কে..?
> উইলিয়াম অ্যাডিস
1. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান..?
> ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ
2. আধুনিক প্রবাবিলিটি তত্ত্বের জনক কে..?
> ব্লেইজ প্যাসকাল
3. ২০০৯ সালে সমাজসেবার জন্যে কোন ভারতীয় 'র ্যামন ম্যাগসেসে' পুরস্কার পান..?
> দীপ যোশি
4. বিশ্ব খাদ্য দিবস কোন দিনটাতে পালন করা হয়..?
> ১৬ অক্টোবর 
5. জাতীয় কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতি কে হন..?
> বদরুদ্দিন তায়েবজি
6. ISRO কত সালে স্থাপিত হয়..?
> ১৯৬৯ সালে
7. প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পান..?
> নার্গিস দত্ত 
8. ভারতসভা কে প্রতিষ্ঠা করেন..?
> সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
9. ভারতের প্রথম জাতীয় সম্রাট হিসাবে কাকে চিহ্নিত করা হয়..?
> আকবর 
10. কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন..?
> লর্ড ডালহৌসি
1. এশিয়ার প্রথম খনিজ তৈল শোধনাগারটি কোথায় অবস্হিত..?
> ডিগবয় (অসম)
2. কোন দেশের মুদ্রাস্ফীতি রোধের পরিকল্পনার নাম 'প্ল্যানো রিয়েল'..?
> রাশিয়া
3. লেলিনের প্রকৃত নাম কি..?
> ভ্লাদিমির ইলিচ উইলিয়াভ
4. লাতিন আমেরিকার কোন দেশে প্রথম সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পায়..?
> আর্জেন্টিনা
5. 'স্পার্টাসিস্ট' কাদের বলে..? 
> জার্মানির কমিউনিস্ট দলকে
6. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলে..?
> সেনেট
7. বিশ্বের প্রাচীনতম রাজধানী কোনটি..?
> দামাস্কাস
8. হ্যানসেন'স ডিজিজ বলতে কোন রোগকে বলে..?
> কুষ্ঠ
9. কেনিয়ার চার কোটি বৃক্ষরোপণ আন্দোলনের নাম কি..?
> গ্রীন বেল্ট
10. পশুপতিনাথ মন্দির কোথায় অবস্হিত 
> নেপাল
1. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি..?
> কাইনিন বা ছত্রাক সেলুলোজ
2. কোন প্রকার জনন কোষের ক্রোমেজোম সংখ্যা হ্যাপলয়েড..?
> স্পার্মাটিড
3. উদ্ভিদের বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়..?
> পোটেমিটার
4. কোন মাছকে 'বটম ফিভার' বলে..?
> মৃগেল
5. কোন অঙ্গের আবরণী কলার নাম 'এনডোমেট্রিয়াস'..?
> জরায়ু
6. ফ্লিপার প্যাডেল কোন প্রাণীর দেহে দেখা যায়..?
> তিমি, কচ্ছপ, পেঙ্গুইন
7. মানুষের চোখের বিশ্লেষণী ক্ষমতা কত..?
> ০.২৫--১ মিলিমিটার
8. সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটি..?
> গ্লাইসিন
9. লালারসে উপস্থিত প্রধান উৎসেচকের নাম কি..?
> টায়ালিন
10. শৈবাল ও ছত্রাকের সমন্বনয়ে গঠিত উদ্ভিদদেহকে কি বলে..?
> লাইকেন
1.ভারত, পাকিস্তান ছাড়া আর কোন এশিয় দেশের জাতীয় ফল আম ?
: ফিলিপিন্স
2.পৃথিবীর একমাত্র কোন সাপ ডিম পাড়ার জন্যে বাসা তৈরি করে?
:কিং কোবরা
3. পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসটি কোথায় অবস্হিত ?
: হিকিম ( হিমাচল প্রদেশ )
4. পৃথিবীর বৃহত্তম নদী- দ্বীপের নাম কি?
: মাজুলি
5. ভুবনেশ্বরের প্রাচীন নাম কি ছিল ?
: একাম্রকানন
6. সূর্য মন্দিরের অপর নাম কি ?
: ব্ল্যাক প্যাগোডা
7. মাতৃমন্দির কোন শহরে অবস্হিত?
: আরোডিল ( পুডুচেরি )
8. অস্ট্রেলিয়ার জাতীয় পাখি কি ?
: এমু
9. বুলগেরিয়ার জাতীয় পাখির নাম কি?
: গোল্ডেন ঈগল
10. টাইটনিক জাহাজ কোন শহরে তৈরি হয়?
: বেলফাস্ট
*বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি?
-ই.কে. পালানিস্বামী
*মানবদেহে সবচেয়ে বড় পরিপাকগ্রন্থির নাম কি?
-লিভার
*"কুমায়নি" কোন রাজ্যের লোকনৃত্য?
-উত্তরাঞ্চল
*বর্তমানেপশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কে?
-শুভেন্দু অধিকারী
*'গুগল' এর চিফ এক্সিকিউটিভ আফিসারের নাম কী?
-সুন্দর পিচাই
*বর্তমান ইংল্যান্ডের রাণী কে আছেন?
-দ্বিতীয় এলিজাবেথ
*বিশ্ব ব্যাঙ্কের (বর্তমানে)
কে আছেন?
-জিম ইয়ং কিম
*ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনীর নাম কী?
-অসম রাইফেল
*ট্যামিফ্লু' ঔষধটি কোন রোগে দেওয়া হয়?
-বার্ড ফ্লু
*বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ কে?
-বিমান বন্দ্যোপাধ্যায়
*কাশ্মীরের আকবর কাকে বলা হত?
-জয়নাল আবেদিন কে
*ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়?
-কর্ণাটক
*কোয়না জলবিদ্যুত প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
-মহারাষ্ট্র
*কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
-61তম
*কাকে ভারতীয় জাতীয়তাবাদে জনক বলা হয়?
-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
*গীতগোবিন্দ এর রচয়িতা কে?
-জয়দেব
*আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
-গুরুশিখর
*পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কী?
-মরুসাগর
*লক্ষ্নৌ শহর কোন নদীর তীরে অবস্থিত?
-গোমতী নদীর
*পশ্চিমবঙ্গের কোথায় তুরগা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে চলেছে?
-পুরুলিয়ায়
*কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
-ভিটামিন A
*"Discovery of India" গ্রন্থের রচয়িতা কে?
-জহরলাল নেহরু
*পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
-কলসুবাই
*কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
-চম্বল নদী
*কোন আসিড কে "King of Acids" বলা হয়?
-সালফিউরিক আসিড (H2SO4)
*ফুসফুসের আবরণীকে কি বলে?
-প্লুরা
*ভারতীয় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয়?
-1950সালে
*ভারতের প্রথম কোন কোনহাইকোর্ট স্থাপিত হয়?
-ক্যালকাটা,বোম্বাই,মাদ্রাজ
*WHO সংস্থার সদর দপ্তর কোথায় ?
-জেনিভা শহরে
কোন মোঘল সম্রাট 'আলমগীর' নামে পরিচিত ?
-ঔরঙ্গজেব
*ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
-লর্ড মাউন্ট ব্যাটেন
*"রাখীবন্ধন" উত্সবের উদ্যোক্তা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
*ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি ?
-NH7
*কলকাতার অক্ষাংশগত মান কত?
-22°34'N
*মাজুলি দ্বীপটি কোন নদীতে অবস্থিত ?
-ব্রহ্মপুত্র (আসাম রাজ্যে)
*দক্ষিন ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
-গোদাবরী
*ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ এর নাম কি?
-আর্যভট্ট
*বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?
-16ই অক্টোবর
*"চায়নাম্যান" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
-ক্রিকেট
*MS এক্সেলের মোট কতটি রো (ROW) থাকে ?
-65536টি
*'প্রজাতন্ত্র দিবস 2017' ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হবে?
-68তম
*সম্প্রতি কোন ক্রিকেট খেলোয়াড় "পদ্মশ্রী" পুরস্কার পেতে চলেছে?
-বিরাট কোহলি
*বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের প্রচার দূত কে আছেন?
-সানিয়া মির্জা
*পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী কে?
-ড. অমিত মিত্র
*বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম কি ?
-অরুণ জেটলি
*রিও অলিম্পিক 2016 এর সূচনা অনুষ্ঠান কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
-মারকানা স্টেডিয়াম
*দাচিগামা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
-জম্মু ও কাশ্মীর
*আমীর খসরু কার সভাকবি ছিলেন?
-আলাউদ্দিন খলজির
*'কুমায়নি' কোন রাজ্যের লোকনৃত্য ?
-উত্তরাখণ্ড
*বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
-নিশিতা নির্মল মহাত্রে
*বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্যসচিব কে?
-বাসুদেব বন্দ্যোপাধ্যায়
*বর্তমানে আন্তর্জাতিক বিচারালয়ের সভাপতি কে আছেন?
-রনি আব্রাহাম
*ভিটামিন E এর রাসায়নিক নাম কি?
-টোকোফেরল
*কাকে 'বাংলার অক্সফোর্ড' বলা হয়?
-নদিয়া জেলাকে
*কোন রাজ্যে বনাঞ্চলের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি?
-সিকিম
*ভারতের কোন রাজ্যকে 'টাইগার স্টেট' বলা হয়?
-মধ্যপ্রদেশ
*রিও অলিম্পিক 2016 এর অফিসিয়াল শ্লোগান কি ছিল?
-A New World
*আলোকবর্ষ কীসের একক?
-দূরত্বের
*কোন রাজ্য সরকার "যশ ভারতী পুরস্কার" প্রদান করে?
-উত্তরপ্রদেশ সরকার
*মেমোরির ক্ষুদ্রতম একক কি?
-বিট
*ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
-মাদাম কামা
*ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
-3:2
*ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়?
-হরিয়ানা
*পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি?
-রাফলেশিয়া
*করবেটে ন্যাশনাল পার্ক " কোন রাজ্যে অবস্থিত ?
-উত্তরাখন্ড
*মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
-স্টেপিস
*ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
-1770খ্রি
*"The Songs of India" কার লেখা?
-সরোজিনী নাইডু
*পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থার নাম কি?
-The Associated Press
*মাদার টেরিজা কত সালে 'ভারতরত্ন' পান ?
-1980সালে
*I.S.R.O এর পুরোনাম কি?
-Indian Space Research Organisation
*পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
-প্রফুল্লচন্দ্র ঘোষ
*মানবদেহে কোষের আবিষ্কারক কে?
-রবার্ট হুক
*কলকাতায় কত সালে ট্রাম চালু হয়?
-1873সালে
*রেলওয়ে বোর্ড গত সালে গঠিত হয়?
-1905সালে
*পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি?
_ভাগীরথী-হুগলি
*ক্লোরোফর্ম কে আবিষ্কার করে?
-সিম্পসন ও হ্যারিসন
*ভিটামিন C এর বৈজ্ঞানিক নাম কী?
-আসকরবিক আসিড
*দ্বিতীয় হুগলি সেতু কবে তৈরি হয়?
-1992সালে
*শেষ টেস্ট ইনিংসে কত রানে আউট হন শচীন তেন্ডুলকর?
-74
*T শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
-গলফ
*সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?
-খাদ্যশস্য
*'ডোগরি' ভাষাটি কোন রাজ্যে কথিত হয়?
-জম্মু কাশ্মীর
*কে প্রথম গণপতি উত্সব চালু করেন?
-লালা লাজপত রায়
*মানব শরীরের দীর্ঘতম কোশ কি?
-স্নায়ুকোশ
*বড় আন্দামান ও ছোট আন্দামান মাঝে কোন প্রণালী অবস্থিত ?
-ডানকান প্রণালী
*আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
-গুরুশিখর
*"হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-হরিশচন্দ্র মুখার্জি
*অক্ষাংশ ও দ্রাঘিমার ছেদ বিন্দুর সাহায্যে কি নির্ণয় করা হয়?
-কোনো স্থানের অবস্থান
*"The Ground beneath her feet" বইটি কার লেখা?
-সলমন রুশদি
*মানব শরীরে কত জোড়া লালাগ্রন্থি থাকে ?
-3জোড়া
*National Chemical Laboratory কোথায় অবস্থিত ?
-পুণে তে
*রাজ্যসভায় সর্বাধিক কতজন মনোনীত করা যায়?
-12জন
ICC Awards 2016
*ক্রিকেটার ওফ দ্য ইয়ার
-রবিচন্দ্রন আশ্বিন(ভারত)
*টেস্ট ক্রিকেটার ওফ দ্য ইয়ার 
-রবিচন্দ্রন আশ্বিন(ভারত)
*ও.ডি.আই ক্রিকেটার ওফ দ্য ইয়ার
-কুইন্টন ডি কক(দক্ষিন আফ্রিকা)
*ও.ডি.আই (মেয়ে) ক্রিকেটার ওফ দ্য ইয়ার
-সুজি ব্যাটস (নিউজিল্যান্ড)
*টি20 ক্রিকেটার ওফ দ্য ইয়ার
-কার্লোস ব্রাতওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
*টি20 (মেয়ে) ক্রিকেটার ওফ দ্য ইয়ার
-সুজি ব্যাটস(নিউজিল্যান্ড)
*উদীয়মান ক্রিকেটার ওফ দ্য ইয়ার
-মুস্তাফিজুর রহমান(বাংলাদেশ)
*আসোসিয়েট ক্রিকেটার ওফ দ্য ইয়ার
-মহম্মদ শেহজাদ(আফগানিস্তান)
*স্পিরিট ওফ ক্রিকেট আওয়ার্ড
-মিসবাহ উল হক (পাকিস্তান)
*আম্পিয়ার ওফ দ্য ইয়ার
*ম্যারিস ইরাসমুস (দক্ষিন আফ্রিকা
*কোন দেশে মহারাজা রনজিত সিং এর মূর্তি উন্মোচন হতে চলেছে?
-ফ্রান্স এ
*এনগুয়েন জুয়ান ফুক কোন দেশের প্রধানমন্ত্রী ?
-ভিয়েতনাম
*জাতীয় হাইড্রোলোজি প্রকল্প কোন ক্ষেত্রে চালু হল?
-বন্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে
*জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলন 2016 কোথায় অনুষ্ঠিত হল ?
-দিল্লিতে
*'আদর্শ বিদ্যালয়' কোন রাজ্য সরকারের বংশ প্রকল্প ?
-ওড়িশা
*কোন শহরে ইন্টারন্যাশনাল কনফারেন্স ওফ জিরো অনুষ্ঠিত হল?
-প্যারিস
*পশ্চিমবঙ্গের কোথায় তুরগা জলবিদ্যুত প্রকল্প তৈরি হতে চলেছে ?
-পুরুলিয়ায়
*সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্নীতি দমন সূচক প্রকাশ করল ?
-কেরল
*অভ্র উত্পাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
-প্রথম
1. সম্প্রতি ভারত 20 টি স্যাটেলাইট উৎক্ষেপণে রেকর্ড স্থাপন করেছে । ওই রকেটের নাম কি?
Ans. PSLV C-34.
2. এই মুহূর্তে কতগুলি দেশ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে আছে?
Ans. 48 টি দেশ ।
3. 2017 সালের গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট (GES) কোন দেশে অনুষ্ঠিত হব?
Ans. ভারত ।
4. কোন রাজ্য সরকার সম্প্রতি ই-সিগারেট ব্যান করেছে?
Ans. কেরালা ।
5. ইরাকের কোন শহরকে ইসলামিক জঙ্গি সংগঠন ISIS থেকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে?
Ans. ফালুজা ।
6. কোন বছর থেকে ভারত সরকার চীন থেকে দুধ এবং দুধ জাতীয় খাবার আমদানী বন্ধ করতে চলেছে?
Ans. 2017 সালের জুন থেকে ।
7. কোন নদী ব – দ্বীপকে প্রথম নদী ব – দ্বীপ জেলা করা হয়েছে?
Ans. মাজুলি ।
8. আগামীতে ভারত সরকার কোন ধরনের নোট চালু করার পরিকল্পনা করছেন?
Ans. প্লাস্টিক নোট ।
9. 2016 সালে রাষ্ট্রসংঘের World Population Day-র থিম কি ছিল?
Ans. ইনভেস্টিং ইন টিনেজ গার্লস ।
10. সচ্ ভারত মিশনের "City Compost Campaign" এর প্রচারক কে?
Ans. অমিতাভ বচ্চন ।
11. কোন ঐতিহাসিক স্থানকে 2016-17 সার্ক কালচারাল ক্যাপিটাল হিসাবে উল্লেখ করা হয়?
Ans. Mahashangarh (মহাসংঘর) ।
12. 2016 সালে যে 'World Hydrographic Day' পালিত হয় তার মূল থিম কি ছিল?
Ans. Hydrography- the key to well managed seas and water ways.
13. কোন দেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের 35 তম সদস্য হয়?
Ans. ভারত ।
14. 2016 সালে ওয়ার্ল্ড ব্যাঙ্কে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত?
Ans. 35 তম ।
15. 2016 সালে গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স -এ ভারতের Rank কত?
Ans. 105 তম ।
16. কোন রাজ্য সরকার প্রাকৃতিক বিপর্যয়কে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে?
Ans. উত্তরপ্রদেশ ।
17. গঙ্গাজল ডেলিভারি স্কিম ভারতের কোন শহর থেকে চালু হয়?
Ans. পাটনা ।
18. পৃথিবীর প্রথম ট্রেনে হাসপাতাল খোলা হয় কোন ট্রেনে ?
Ans. Lifeline Express ( মুম্বাইতে ) ।
19. কোন রাজ্য সর্বপ্রথম "Happiness Department" খুলেছে ?
Ans. মধ্যপ্রদেশ ।
20. 2016 সালে NATO সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়?
Ans. ওয়ারসাও ।
21. সম্প্রতি ভারতে কোন দুটি নোট বাতিল করা হল ?
Ans. 500 ও 1000 টাকার নোট ।
22. ভারতে 2000 টাকার নোট কবে চালু করা হয় ?
Ans. 8th November, 2016 .
23. বর্তমানে ভারতের মোট GDP কত ?
Ans. 137 লক্ষ কোটি টাকা ।
24. সম্প্রতি বাতিল হল 500 ও 1000 টাকার পুরোনো নোট । এই নোট ভারতীয় মোট মুদ্রার কত শতাংশ ?
Ans. প্রায় 87% ।
25. সম্প্রতি ভারতে চালু হল 2000 টাকার নতুন নোট । এই নোটের পিছনের দিকে কীসের চিত্র রয়েছে ?
Ans. ভারতের মঙ্গলযান – এর ।
26. বর্তমানে ভারতের সবচেয়ে বড়ো Public Sector Bank কোনটি ?
Ans. State Bank of India .
27. বাংলার সিঙ্গুরে মোট কত একর জমি অধিগৃহীত হয়েছিল ?
Ans. 997 একর ।
28. সম্প্রতি ভারত সরকার কোন দেশের সঙ্গে পরমাণু চুক্তি সাক্ষরিত করল ?
Ans. জাপান ।
29. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন দেশে ' সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন ' চালিয়েছে ?
Ans. পাকিস্তান ।
30. 2016 সালে T-20 -র বর্ষসেরা ক্রিকেটার কে নির্বাচিত হন ?
Ans. বিরাট কোহলী ।
31. বাংলার কোন জেলায় ' মিষ্টি হাব ' তৈরি হতে চলেছে ?
Ans. বর্ধমান জেলায় ।
32. ভ্রমণপিপাসু মানুষদের জন্য বাংলার কোন জায়গায় ' হাতি সাফারি ' তৈরি হতে চলেছে ?
Ans. শিলিগুড়ির কাছে সৌরিয়ায় বেঙ্গল সাফারি পার্কে ।
33. ' কেতাদুরন্ত শহর ' প্রকল্প থেকে কোন রাজ্য সরকার নাম প্রত্যাহার করে নিল ?
Ans. পশ্চিমবঙ্গ সরকার ।
34. 'All India Radio' ভারত – বাংলাদেশ এই দুই দেশের শ্রোতাদের জন্য কোন নতুন চ্যালেন আনতে চলেছে ?
Ans. আকাশবাণী মৈত্রী ।
35. সম্প্রতি বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোন দেশে তৈরি হয় ?
Ans. Switzerland ।
36. সম্প্রতি ভারত সফলভাবে পৃথ্বি -2 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে , এই ক্ষেপণাস্ত্রের স্ট্রাইক রেঞ্জ কত ?
Ans. 350 কিমি ।
37. 2016 -য় কবাডি বিশ্বকাপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হল ?
Ans. গুজরাট ।
38. সম্প্রতি ভারত 500 তম টেস্ট খেলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে । ম্যাচটির ফলাফল কি ?
Ans. ভারত জয়ী হয় ।
39. পৃথিবীর কোন দেশে এই প্রথম চালকহীন বাস গাড়ি চালু করা হয়েছে ?
Ans. ফান্স ।
40. বাংলার সর্বোচ্চ সম্মান ' বঙ্গবিভূষণ ' কে পেতে চলেছেন ?
Ans. লতা মঙ্গেশকর ।
41. পৃথিবীর কোন দেশে এই প্রথম চালকহীন বাস গাড়ি চালু করা হয়েছে ?
Ans. ফ্রান্স ।
42. সম্প্রতি কোন রাজ্যের পুলিশ DNA Index System চালু করেছে ?
Ans. অন্ধ্রপ্রদেশ ।
43. সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ভারতের কোন নদী দ্বীপকে বিশ্বের বৃহৎ নদী দ্বীপ বলে ঘোষণা করেছে ?
Ans. মাজুলি ।
44. ভারতের কোন শহরে সর্বপ্রথম বিনামূল্যে 4G মোবাইল পরিষেবা চালু হয়েছে ?
Ans. কলকাতা ।
45. সম্প্রতি কেন্দ্রীয় সরকার, মোবাইল সংযোগ নিতে গেলে একমাত্র কোন কার্ড থাকা বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করেছে ?
Ans. আধার কার্ড ।
46. কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে সম্প্রতি কটি শহরকে স্মার্ট গঙ্গা প্রকল্পের আওতায় আনা হয়েছে ?
Ans. 10 টি ।
47. চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্যবিমা চালু করল, সেই প্রকল্পটির নাম কি ?
Ans. স্বাস্থ্যসাথী ।
48. সম্প্রতি ভারতের কোন শহরে রান্নার গ্যাস নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হয় ?
Ans. ভুবনেশ্বর ।
49. 2016 সালের ইন্ডিয়া বায়ো ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেল কোন রাজ্য ?
Ans. অরুণাচল প্রদেশ ।
50. কোন ভারতীয় রাজনীতিবিদ সম্প্রতি আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন ?
Ans. নরেন্দ্র মোদী ।
*কোন রাজ্য সরকার 'বরিষ্ঠ বুনাকার সহায়তা যোজনা' চালু করল?
-ছত্তিশগড় সরকার
*দিপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত?
-জিমন্যাস্টিক
*'এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক' এর সভাপতি এখন কে?
-তাকেহিকো নাকাও
*ভারতের কোন রাজ্য সরকার জলসম্পদ পরিকল্পনা বিষয়ে'ইসরো' এর সঙ্গে একটি MoU চুক্তি স্বাক্ষর করে?
-তেলেঙ্গানা সরকার
*কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ''আন্তর্জাতিক অলিম্পিক কমিটি'র সদস্য হলেন?
-নীতা আম্বানি
*কবাডি বিশ্বকাপ 2016 কোন দেশ জিতেছে?
-ভারত
*বিশ্ব উদ্বাস্তু দিবস কবে পালিত হয়?-20ই জুন
*সম্প্রতি মহিলা এশিয়া কাপ 2016 এর জয়ী কোন দেশ?
-ভারত
*ভারত সরকারের কোন মন্ত্রক সম্প্রতি 'বিদ্যাঞ্জলি মোবাইল আপ' চালু করল?
-মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
*কোন সাগরের ওপর দিয়ে বিশ্বের প্রথম সেতু তৈরি হতে চলেছে,যা দুটি মহাদেশ সংযুক্ত করবে?
-লোহিত সাগর
*কোন শহরে 2016 সালের উত্তর-পূর্ব এশিয়ান সামিট অনুষ্ঠিত হল?
-ইম্ফল
*'Anything But Khamosh' এটি কার জীবনী গ্রন্থ?
-শত্রুঘ্ন সিনহা
*সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হলেন?
-ও. পান্নিরসেলভাম
১) নেফ্রন কি?
বৃক্কের গঠন মূলকক ও কার্য মূলক একক।
২) কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
নেফ্রিডিয়া।
৩) তরুক্ষীর কোন উদ্ভিদের পাওয়া যায়?
বট গাছে।
৪) কোন উপক্ষার মানুষের ররক্তচাপ কমাতে সাহায্য করে?
রেসারপিন।
৫)সিংকোনা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায়?
কুইনাইন।
৬) মেরুদণ্ডী প্রানীর রেচন অংগের নাম কি?
বৃক্ক।
৭)নিউরোনন কি?
স্নায়ুতন্ত্রের গঠন মূলক ও কার্য মুলক একক।
৮) পর পর অবস্থিত দুটি নিউরোনের সং্যোগ স্থলকে কি বলা হয়?
সাইন্যাপস।
৯) ইন্সুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
অগ্নাশয়ের আইলেট্স্ অব্ ল্যাঙ্গারহ্যান্স্ গ্রন্থির বিটা কোশ থেকে।
১০)কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়?
অ্যাড্রিনালিন হরমোনকে।
কর্মসংস্থান অনলাইন√
কর্মসংস্থান অনলাইন√
১১)থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
থাইরয়েড গ্রন্থি থেকে।
১২) কোন হরমোন বীজ হীন ফলল উৎপাদনে সাহায্য করে?
অক্সিন।
১৩)STH-এর পুরো নাম কী?
সোমাটোট্রোপিক হরমোন।
১৪) GTH-এর পুরো নাম?
গোনাডোট্রোপিক হরমোন।
১৫) মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত?
44 টি।

No comments:

FORM

// Data attributes data-tally-open="nWgJPR" data-tally-emoji-text="👋" data-tally-emoji-animation="heart-beat"...