General Knowledge & General Awareness
অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?
0/1
লর্ড কর্নওয়ালিস
লর্ড ওয়েলেসলি
লর্ড বেন্টিঙ্ক
লর্ড আমহার্ট
Correct answer
লর্ড ওয়েলেসলি
পশ্চিমবঙ্গে কটি লোকসভা আসন আছে?
0/1
৩০
৪০
৪২
৫০
Correct answer
৪২
হাইপোগ্লাইসিমিয়া রোগে মানবদেহে রক্তে শর্করার মাত্রার কী পরিবর্তন হয়?
0/1
বেড়ে যায়
কমে যায়
একই থাকে
কোনটিই নয়
Correct answer
কমে যায়
নীচের কোনটির অভাবে মানবদেহে গয়টার রোগ হয়?
0/1
ফসফরাস
ভিটামিন
আয়োডিন
ক্যালসিয়াম
Correct answer
আয়োডিন
ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ আছে?
0/1
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
Correct answer
চতুর্থ
সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত বছর?
0/1
৬০
৬২
৬৫
৬৮
Correct answer
৬৫
সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট কে প্রকাশ করেছিলেন?
0/1
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
জেমস এ. হিকি
ডিরজিও
Correct answer
জেমস এ. হিকি
আর্মস অ্যান্ড দি ম্যান বইটি কার লেখা?
0/1
সমারসেট মম
চার্লস ডিকেন্স
বার্নার্ড শ
লিও তলস্তয়
Correct answer
বার্নার্ড শ
জল বরফে পরিণত হলে নীচের কোন ঘটনাটি ঘটবে?
0/1
আয়তন বাড়বে
আয়তন কমবে
আয়তন প্রথমে বাড়বে পরে কমবে
আয়তন একই থাকবে
Correct answer
আয়তন বাড়বে
মুঘল শাসনের সময় ভারতের সব থেকে বড় বন্দর কোনটি ছিল?
0/1
বালাসোর
তাম্রলিপ্ত
সুরাট
চট্টগ্রাম
Correct answer
সুরাট
রিহান্ড জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
0/1
গুজরাত
হিমাচল প্রদেশ
উত্তর প্রদেশ
বিহার
Correct answer
উত্তর প্রদেশ
নিচের কোনটি পশ্চিমবাহিনী নদী?
0/1
গঙ্গা
মহানদী
নর্মদা
গোদাবরী
Correct answer
নর্মদা
ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে?
0/1
১৬৯০
১৬৯৯
১৭০০
১৭০৭
Correct answer
১৭০৭
ক্রিকেট খেলায় একটি উইকেটের দৈর্ঘ্য কত?
0/1
২৮ ইঞ্চি
৩২ ইঞ্চি
২ ফুট
২৭ ইঞ্চি
Correct answer
২৮ ইঞ্চি
নীচের কোনটি ভিটামিন ডি র একটি উৎকৃষ্ট উৎস?
0/1
কড লিভার অয়েল
পালং
দুধ
চিজ
Correct answer
কড লিভার অয়েল
প্রতি বছর কোন শহরটি থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়?
0/1
মানিলা
স্টকহোম
জেনেভা
নিউ ইয়র্ক
Correct answer
স্টকহোম
স্বরাজ কে জাতীয় দাবি হিসাবে প্রথম কে পেশ করেছিলেন?
0/1
চিত্তরঞ্জন দাশ
জহরলাল নেহেরু
দাদাভাই নওরজি
বাল গঙ্গাধর তিলক
Correct answer
বাল গঙ্গাধর তিলক
কোন অর্থনৈতিক পরিকল্পনার সময় দুর্গাপুর, ভিলাই ও রৌরকেল্লাতে ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়?
0/1
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
Correct answer
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
কোন উদ্ভিজ্জ তেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে?
0/1
সূর্যমূখী তেল
সরিষা তেল
নারকেল তেল
বাদাম তেল
Correct answer
নারকেল তেল
গরিবী হটাও স্লোগান কত সালে উত্থাপিত হয়?
0/1
১৯৫৮
১৯৬৬
১৯৭১
১৯৮০
Correct answer
১৯৭১
কে অর্থনীতির জনক নামে পরিচিত?
0/1
ম্যাক্স মূলার
কার্ল মার্কস
অ্যাডাম স্মিথ
অমর্ত্য সেন
Correct answer
অ্যাডাম স্মিথ
নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ব্যাস কত কিমি?
0/1
৪২০০
৬৪০০
১২৮০০
১৫৬০০
Correct answer
১২৮০০
কাকে ভারতীয় চলচ্চিত্রের ট্রাজেডি কিং বলা হয়?
0/1
রাজ কাপুর
দিলীপ কুমার
ভারত ভূষন
অশোক কুমার
Correct answer
দিলীপ কুমার
নীচের কোন ক্ষেত্রে বি. সি. রায় পুরস্কার দেওয়া হয়?
0/1
সাংবাদিকতা
চিকিৎসা
সঙ্গীত
পরিবেশ
Correct answer
সঙ্গীত
ডঃ সেলিম আলি কে ছিলেন?
0/1
অর্থনীতিবিদ
ভূতত্ত্ববিদ
মহাকাশ বিজ্ঞানী
পক্ষীবিদ
Correct answer
পক্ষীবিদ
বিরজু মহারাজের নাম নীচের কোন নাচের সঙ্গে যুক্ত?
0/1
মনিপুরী
কথাকলি
ওডিশি
কত্থক
Correct answer
কত্থক
নীচের কোন পরীক্ষাটি দিয়ে ক্যানসার নির্নয় করা হয়?
0/1
এক্স রে
মূত্র পরীক্ষা
রক্ত পরীক্ষা
বায়পসি পরীক্ষা
Correct answer
বায়পসি পরীক্ষা
হুতোম প্যাঁচার নক্সা বইটি কার লেখা?
0/1
প্যারীচাঁদ মিত্র
কালীপ্রসন্ন সিংহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয় কুমার দত্ত
Correct answer
কালীপ্রসন্ন সিংহ
গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাটি কী নামে পরিচিত?
0/1
মহাপরিনির্বান
ধর্মচক্রপ্রবর্তন
মহাভিনিষ্ক্রমণ
কোনটিই ঠিক নয়
Correct answer
মহাভিনিষ্ক্রমণ
ভারতের সংবিধানে কটি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে?
0/1
৫
৬
৭
৮
Correct answer
৬
MATHEMATICS
8% বার্ষিক সরল সুদে কত বছরে কোনো টাকার ওপর পাওয়া সুদের পরিমান আসল টাকার 2/5 অংশ হবে?
0/1
8
7
5
6
Correct answer
5
যখন একটি ক্লাবের ৮ জন সদস্যের মধ্যে ২৪ বছর বয়সী একজন সদস্য পদত্যাগ করে ও তার স্থানে ওপর একজন সদস্য-পদ গ্রহন করে, তখন ক্লাবের সব সদস্যের গড় বয়স ২ বছর করে বেড়ে যায়, নতুন সদস্যের বয়স কত বছর?
0/1
৪২
৪০
৩৮
৪৫
Correct answer
৪০
একটি স্কুলে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 13 : 11 যদি ওই স্কুলে আরও 12 জন ছাত্রী ভর্তি হয়, তাহলে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে?
0/1
91 : 81
81 : 91
9 : 10
10 : 9
Correct answer
91 : 81
( A+B ) এর 15% = ( A-B ) এর 25% হলে A এর মান B এর কত শতাংশ?
0/1
10
60
200
400
Correct answer
400
চালের দাম 20% কমে যাওয়ায় এখন 100 টাকায় আগের চেয়ে 2 কেজি বেশি চাল পাওয়া যায় । এখন প্রতি কেজি চালের দাম কত টাকা?
0/1
50
10
40
5
Correct answer
10
125 মিটার দীর্ঘ একটি ট্রেন রেললাইনের পাশে একটি গাছকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
0/1
14
15
16
12
Correct answer
15
ক ও খ একটি কাজ একসঙ্গে 10 দিনে শেষ করে। খ ও গ সেই কাজটি একসঙ্গে 15 দিনে শেষ করে ও ক ও গ সেই কাজটি একসঙ্গে 20 দিনে শেষ করে। তাহলে গ একা কাজটি কতদিনে শেষ করবে?
0/1
60
120
80
30
Correct answer
120
12 টি জিনিসের গড় ওজন 1.8 কিলোগ্রাম। একটি নতুন জিনিষ যোগ করার ফলে নতুন গড় ওজন 50 গ্রাম কমে গেলে নতুন জিনিসের ওজন কত কেজি?
0/1
1.5
1.1
1.15
1.01
Correct answer
1.15
প্রথম 60 টি সংখ্যার যোগফল কত দিয়ে বিভাজ্য?
0/1
13
59
60
61
Correct answer
61
একটি সংখ্যাকে 20% বাড়ানো হল, পরে 10% কমান হল, তাহলে মোটের ওপর কত শতাংশ কমল বা বাড়ল?
0/1
10% বাড়ল
10% কমল
8% বাড়ল
8% কমল
Correct answer
8% বাড়ল
পরপর 10%, 20%, 40% বাদ দিলে প্রকৃত কত বাদ দেওয়া হয়?
0/1
50%
56.8%
60.2%
70.28%
Correct answer
56.8%
একটি দ্রব্যের মুদ্রিত মুল্য 690 টাকা। দোকানদার 10% ছাড় দেওয়ার পরো 8% লাভ করেন। কোন ছাড় দেওয়া না হলে দোকানদারের শতকরা কত লাভ হত?
0/1
20%
24%
25%
28%
Correct answer
20%
12 টি ফলাফলের গড় হল 15। প্রথম 5 টি ফলাফলের গড় 13.7 হলে শেষ 5 টি ফলাফলের গড় 16.3 হলে বাকি দুটি ফলাফলের গড় কত?
0/1
15
15.2
14.8
15.5
Correct answer
15
একটি ট্রেনের গতিবেগ গতিবেগ প্রতি ঘণ্টায় 90 কিলোমিটার ও ওপর একটি ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে 20 মিটার। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে?
0/1
9 : 2
4 : 5
5 : 4
9 : 20
Correct answer
5 : 4
দুটি সংখ্যার পার্থ্ক্য 2134 । একটি অপরটির অর্ধেক । ছোটো সংখ্যাটি কত?
0/1
2132
2134
2135
2137
Correct answer
2134
3 এর প্রথম পাঁচটি গুনিতকের গড় কত?
0/1
8
9
12
7
Correct answer
9
দুটি সংখ্যার বিয়োগফল 14 ও তাদের যোগফল 20 হলে , সংখ্যা দুটির গুণফল কত?
0/1
46
56
47
51
Correct answer
51
একটি ছাতার চিহ্নিত মুল্য হল ৮০ টাকা। কত শতাংশ ছাড় দিলে ছাতাটির বিক্রয়মুল্য হবে ৬৮ টাকা?
0/1
15
20
25
30
Correct answer
15
এক ক্রিকেটার পরপর পাঁচটি ম্যাচে যথাক্রমে 72, 59, 101 ও 7 রান করেছে। তার রানের গড় কত?
0/1
51.3
52
52.4
51.4
Correct answer
51.4
63520 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পুর্নবর্গ সংখ্যা পাওয়া যায়?
0/1
16
20
24
30
Correct answer
16
12 × 7 =408 , 9 × 8=207 হলে 13 × 7 =?
0/1
190
91
109
901
Correct answer
109
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পুর্নবর্গ সংখ্যা হবে?
0/1
4
7
14
20
Correct answer
7
দুটি সংখ্যার গুণফল 1815 ও ভাগফল 3/5। সংখ্যা দুটির বিয়োগফল কত?
0/1
22
20
18
10
Correct answer
22
কোন সংখ্যার ঘন থেকে তার বর্গ বিয়গ করলে 48 হয়। সংখ্যাটি কত?
0/1
4
5
6
8
Correct answer
4
A : B= 3 : 4 ও B : C= 2 : 3 হলে A:B:C =?
0/1
6:4:3
4:3:6
3:4:12
3:4:6
Correct answer
3:4:6
বৃত্তাকার একটি জমির ব্যসার্ধ 10% বাড়ালে, ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে?
0/1
10
20
12
21
Correct answer
21
10 টাকা লিটার দরের ১২ লিটার দুধের সঙ্গে কত লিটার জল মেশালে ৪ টাকা লিটার দরে বিক্রি করা যাবে?
0/1
4
3
2.5
2
Correct answer
3
136 মিটার লম্বা একটি ক্ষেত্রে সরলরেখা বরাবর সমদূরত্বে ৩৫ টি চারাগাছ পোতা হল। দুটি চারার মধ্যে দূরত্ব কত মিটার?
0/1
6
5
4
3
Correct answer
4
তিনটি সংখ্যার অনুপাত 2:3:5. সংখ্যা তিনটির বর্গের যোগফল 608. সংখ্যা তিনটি কী কী ?
0/1
4, 6, 10
6, 9, 15
8, 12, 20
বলা সম্ভব নয়
Correct answer
8, 12, 20
A, B এর থেকে দ্বিগুণ বেশি কাজ করে। তারা একসঙ্গে কাজটি করে 12 দিন। তাহলে B একা কতদিনে কাজটি করবে?
0/1
24
27
48
36
Correct answer
36
English
Find the error : You would not have wed (A)/ such an insulting language (B)/ if you would have been accompanied (C)/ by your elder brother (D)
0/1
A
B
C
D
Correct answer
C
Find the error : All the furnitures have been (A)/ replaced by the owner of the house (B)/ before shifting (C)/ No error (D)
0/1
A
B
C
D
Correct answer
A
Find the error : As soon as I shall reach Delhi (A)/ I shall send you the file (B)/ you have asked for (C)/ No error (D)
0/1
A
B
C
D
Correct answer
A
Find the error : I left home (A)/ at Sunday morning (B)/ to catch a (C)/ flight to England (D)
0/1
A
B
C
D
Correct answer
B
Find the error : I accused with (A)/ stealing my wallet (B)/ but she insisted about (C)/ her innocence (D)
0/1
A
B
C
D
Correct answer
A
Fill in the blanks : The majority of village folk in India are illiterate and _________ superstitious.
0/1
overtly
delicately
stubbornly
covertly
Correct answer
stubbornly
Fill in the blanks : The teacher's counsel had a _______ effect on the mischievous student's conduct.
0/1
memorable
salutary
sudden
forceful
Correct answer
salutary
Fill in the blanks : _______ he was usually grave, he had powers of wit and humour.
0/1
Since
As
So
Though
Correct answer
Though
Fill in the blanks : I found _________ all the eighty pieces were in it.
0/1
what
which
that
then
Correct answer
that
Fill in the blanks : I don't know _______ they make money for the bill.
0/1
what
which
why
how
Correct answer
how
Find out the one-word substitutes : One who eats too much.
0/1
Glutton
Foregone
Gratis
Germicide
Correct answer
Glutton
Find out the one-word substitutes : A man who has too much enthusiasm for his own religion.
0/1
Fanatic
Ethnologist
Extempore
Exonerate
Correct answer
Fanatic
Find out the one-word substitutes : Inscription on a tombstone.
0/1
Epitaph
Edible
Embezzlement
Elucidate
Correct answer
Epitaph
Find out the one-word substitutes : To go from bad to worse
0/1
Deteriorate
Cosmopoli
Credulous
Delegate
Correct answer
Deteriorate
Find out the one-word substitutes : A great lover or books.
0/1
Bigot
Bigamy
Bibliophile
Biography
Correct answer
Bibliophile
Find out the synonyms : Hustle
0/1
busy
trip
clean
hurry
Correct answer
hurry
Find out the synonyms : Smite
0/1
strike
flee
dirt
mercy
Correct answer
strike
Find out the synonyms : Sundry
0/1
over
aged
supply
various
Correct answer
various
Find out the synonyms : Supplant
0/1
undo
grow
replace
question
Correct answer
replace
Find out the synonyms : Preternatural
0/1
extraordinary
immature
removed
unearned
Correct answer
extraordinary
Reasoning
একটি ছেলে বাড়ি থেকে বাড়িয়ে প্রথমে 670 মিটার পূর্ব দিকে গেল। এরপর ডানদিকে ঘুরে আরো 200 মিটার যাওয়ার পর বাঁদিকে 150 মিটার গেল। এবার সে বাঁদিকে ঘুরে 220 মিটার যাওয়ার পর আবার বাঁদিকে ঘুরে 820 মিটার গেল। এখন সে বাড়ি থেকে কত মিটার দূরে আছে ?
0/1
101
67
39
20
Correct answer
20
একটি বাগানে এক সারিতে পরপর কিছু গাছ আছে। সেই সারিতে একটি সেগুন গাছ আছে। সেগুন গাছটি বাঁদিক থেকে 21তম স্থানে ও ডানদিক থেকে 12তম স্থানে আছে। ওই সারিতে মোট কতগুলি গাছ আছে ?
0/1
35
9
32
33
Correct answer
32
শূন্যস্থানটি পূরণ করঃ 6, 11, 21, 36, 56, ...... ? ......
0/1
67
72
81
90
Correct answer
81
শূন্যস্থানটি পূরণ করঃ a_bb_c_ab_ccaa_b_c.
0/1
acacbc
aaccbc
acabbc
bbccaa
Correct answer
acabbc
তোমার মামার বোনের একমাত্র কন্যা সহেলী। আবার সহেলীর মাসি তোমার মা হলে, সহেলী তোমার কে হবে ?
0/1
খুড়তুতো বোন
পিসতুতো বোন
মাসতুতো বোন
মেয়ে
Correct answer
মাসতুতো বোন
এক ভদ্রলোককে দেখিয়ে এক মহিলা বললেন , ' ওনার পিতার একমাত্র পুত্রবধু হলেন আমার মায়ের একমাত্র কন্যা।' তাহলে ওই মহিলা ভদ্রলোকটির কে হন ?
0/1
বউদি
কাকিমা
স্ত্রী
শাশুড়ি
Correct answer
স্ত্রী
কোশ : সাইটোলজি : : পাখি : ?
0/1
মাইকোলজি
জেরন্টোলজি
ইটিমোলজি
অরনিথোলজি
Correct answer
অরনিথোলজি
পায়োরিয়া : দাঁত : : ট্রাকোমা : ?
0/1
চোখ
চামড়া
কান
নাক
Correct answer
চোখ
165, 161, 170, 154, 179, 143, ....?...., 128
0/1
162
172
182
192
Correct answer
192
নীচের শব্দগুলিকে তাৎপর্যপূর্ণভাবে সাজান : (1) সদ্যজাত (2) বৃদ্ধ (3) মধ্যবয়সী (4) কিশোর (5) শিশু
0/1
54321
34215
15432
23451
Correct answer
15432
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Additional Terms
 Forms
EB-Education q set
পঞ্চায়েত কর্মী নিয়োগের মক টেস্ট
প্রশ্নপত্র । মোট প্রশ্ন - ১০০ , মান - ১০০
ENGLISH
Fill in the blanks with appropriate word - Manish died _________ cholera.
0/1
from
to
of
off
Correct answer
of
Fill in the blanks with appropriate word - Milan was not invited _________ the programme.
0/1
in
of
at
to
Correct answer
to
Fill in the blanks with appropriate word - We are not agree __________ his proposal at present.
0/1
with
on
to
from
Correct answer
on
Fill in the blanks with appropriate word - Shovan is the best boy if not __________ boy.
0/1
good
best
better
wise
Correct answer
better
Fill in the blanks with appropriate word - The salary was __________ by the higher authority.
0/1
sanctioned
granted
approved
passed
Correct answer
sanctioned
Choose the best synonym - SADISTIC
0/1
depressed
pleasure
satisfy
smart
Correct answer
pleasure
Choose the best synonym - IMPOVERISH
0/1
oppress
punish
make poor
control
Correct answer
make poor
Choose the best synonym - IMPOSTURE
0/1
burden
fraud
exeessive
reluctant
Correct answer
fraud
Choose the best synonym - REGALE
0/1
entertain
worship
discourage
discharge
Correct answer
entertain
Choose the best synonym - PROCRASTINATE
0/1
debate
shock
spreading
postpone
Correct answer
postpone
Choose the most opposite word - IDENTITY
0/1
construct
likeness
difference
alike
Correct answer
difference
Choose the best synonym - CAVITY
0/1
candid
bulge
stupid
cowardly
Correct answer
bulge
Choose the best synonym - OBSCURE
0/1
aware
clear
delay
important
Correct answer
clear
Choose the best synonym - DISCORD
0/1
harmony
stingy
loss
untrue
Correct answer
harmony
Choose the best synonym - APPLAUD
0/1
normal
object
alien
blustering
Correct answer
alien
Choose the appropriate single word - One who fights for the sake of money
0/1
mercenary
patriot
amateur
military
Correct answer
mercenary
Choose the appropriate single word - An action taken at one's own free will
0/1
voracity
sadist
honorary
voluntary
Correct answer
voluntary
Choose the appropriate single word - An animal which eats flesh
0/1
non vegetarian
carnivorous
herbivorous
cannibal
Correct answer
carnivorous
Choose the appropriate single word - A breaker of images is called
0/1
iconoclast
reformer
notorious
atheist
Correct answer
iconoclast
Choose the appropriate single word - A drug which produces sleep or stupor, torpor etc.
0/1
effigy
yawning
pulversise
narcotics
Correct answer
narcotics
Find out the error - There is not any possibility to restore (A)/ friendship between Shila and me because she (B)/ prides in her property and beauty (C)/ No error (D)
0/1
A
B
C
D
Correct answer
C
Find out the error - Labour never goes in vain (A)/ remember if you will labour hard (B)/ you will pass in the examination. (C)/ No error (D)
0/1
A
B
C
D
Correct answer
B
Find out the error - Priyanka had been ill for (A)/ three days but now she is (B)/ felling good. (C)/ No error (D)
0/1
A
B
C
D
Correct answer
C
Of boys and girls the (A)/ former is the stronger than (B)/ the latter on action (C)/ No error (D)
0/1
A
B
C
D
Correct answer
B
I regard him my father (A)/ because he always encourages (B)/ me at the time of difficulty (C)/ No error (D)
0/1
A
B
C
D
Correct answer
A
GENERAL KNOWLEDGE
মহাকর্ষীয় ধ্রুবক 'G' এর মান কীভাবে পরিবর্তিত হয়?
0/1
উচ্চতা বাড়লে বাড়ে
গভীরতা বাড়লে কমে
উচ্চতা কমলে বাড়ে
এই অপরিবর্তনীয়
Correct answer
এই অপরিবর্তনীয়
কয়লা খনিতে কোন গ্যাসের উপস্থিতি জানার জন্য ডেভির সেফটি ল্যাম্প ব্যবহৃত হয়?
0/1
কোল গ্যাস
মিক গ্যাস
মার্স গ্যাস
কার্বন মনোক্সাইড গ্যাস
Correct answer
মার্স গ্যাস
কোনো বস্তুর উষ্ণতা 50⁰ বাড়লে ফারেনহাইট উষ্ণতায় কত হবে?
0/1
50⁰
90⁰
122⁰
82⁰
Correct answer
90⁰
তরল বায়ুতে বাষ্পীভূত করলে কোন গ্যাসটি আগে নির্গত হয়?
0/1
অক্সিজেন
জলীয় বাষ্প
নাইট্রোজেন
কার্বন ডাই অক্সাইড
Correct answer
অক্সিজেন
সিরাজ উদ দৌল্লা বাংলার সিংহাসনে কত সালে বসেন?
0/1
১৭৬৩
১৭৫০
১৭৪৩
১৭৫৬
Correct answer
১৭৫৬
অতীতের 'কলিঙ্গ' এখন কী নামে পরিচিত?
0/1
কানপুর
কোঝিকোড়ে
কর্নাটক
ওড়িশা
Correct answer
ওড়িশা
ইউরিয়াতে নাইট্রোজেন কী আকারে উপস্থিত থাকে?
0/1
অ্যামোনিয়ামের আকারে
নাইট্রেটের আকারে
অ্যামাইডের আকারে
নাইট্রিটের আকারে
Correct answer
অ্যামাইডের আকারে
ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?
0/1
সম্বর হ্রদ
শিবালিক
মালনাদ
চিলিকা
Correct answer
চিলিকা
'শিলাদিত্য' উপাধি কে নেন?
0/1
হর্ষবর্ধন
অশোক
কণিষ্ক
শেরশাহ
Correct answer
হর্ষবর্ধন
হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
0/1
তরলের আপেক্ষিক ঘনত্ব
আপেক্ষিক আর্দ্রতা
জলের বিশুদ্ধতা
বায়ুর মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ
Correct answer
আপেক্ষিক আর্দ্রতা
পূর্বঘাট পর্বতমালার অন্য নাম কী?
0/1
সহ্যাদ্রি
মহেন্দ্রগিরি
হিমাদ্রী
মলয়াদ্রি
Correct answer
মলয়াদ্রি
কোন উষ্ণতায়, এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে?
0/1
0⁰ সেন্টিগ্রেড
4⁰ সেন্টিগ্রেড
-4⁰ সেন্টিগ্রেড
100⁰ সেন্টিগ্রেড
Correct answer
4⁰ সেন্টিগ্রেড
স্যান্ডফ্লাই এর কামড়ে কোন রোগটি হয়?
0/1
ডেঙ্গি
কালাজ্বর
ম্যালেরিয়া
চিকুনগুনিয়া
Correct answer
কালাজ্বর
প্রকৃতিতে গ্রীন হাউস অবস্থা সৃষ্টিতে নিচের কোন গ্যাসটি সর্বাধিক সক্রিয়?
0/1
কার্বনমনোক্সাইড
কার্বন ডাই অক্সাইড
সালফার ডাই অক্সাইড
অক্সিজেন
Correct answer
কার্বন ডাই অক্সাইড
পৃথিবীর নতুন সপ্ত আশ্চর্যের অন্যতম মাচু পিচ্ছু কোন দেশে অবস্থিত?
0/1
ব্রাজিল
পেরু
মেক্সিকো
ইটালি
Correct answer
পেরু
রিয়াং উপজাতির মানুষেরা কোন রাজ্যে বসবাস করেন?
0/1
ত্রিপুরা
ঝাড়খণ্ড
ছত্তিশগড়
অরুণাচল প্রদেশ
Correct answer
ত্রিপুরা
'গুড ফ্রাইডে' উৎসব কোন দিনটির স্মরনে পালন করা হয়?
0/1
যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন
যিশু খ্রিস্টের জন্মদিন
যিশু খ্রিস্টের সন্ন্যাস গ্রহনের দিন
কোনটিই নয়
Correct answer
যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন
'পৃথিবীর গুদামঘর' কোন দেশটিকে বলা হয়?
0/1
ভারত
মেক্সিকো
কিউবা
রাশিয়া
Correct answer
ভারত
শান্তির সাগর বলতে কোনটিকে বোঝায়?
0/1
যা সমুদ্রে কোনো ঢেউ নেই
যে সাগরে জাহাজে ভ্রমন সুখকর
বঙ্গোপসাগর
চাঁদের যেখানে মহাকাশচারীরা অবতরন করেন
Correct answer
যে সাগরে জাহাজে ভ্রমন সুখকর
লর্ড রিপনের রাজত্বকাল কোনটি?
0/1
1880-84
1885-90
1872-76
1899-1905
Correct answer
1880-84
'সাইগন' শহরটির নতুন নাম কী?
0/1
লেনিনগ্রাদ
হোচিমিন সিটি
ইয়াঙ্গন
টিসোয়ানে
Correct answer
হোচিমিন সিটি
ফ্রেস্কো কী?
0/1
এক ধরনের নৃত্যশৈলী
জলরঙে আঁকা একধরনের চিত্রসৈলী
একজন ইতালীয় কবি
এক ধরনের খনিজ আকরিক
Correct answer
জলরঙে আঁকা একধরনের চিত্রসৈলী
'অজানা অচেনা বিবেকানন্দ' বইটির লেখক কে?
0/1
সুচিত্রা ভট্টাচার্য
শঙ্করী প্রসাদ বসু
বারিদবরন ঘোষ
শঙ্কর
Correct answer
শঙ্করী প্রসাদ বসু
'প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসটির রচয়িতা কে?
0/1
মহাশ্বেতা দেবী
আশাপূর্ণা দেবী
প্রতিভা বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
Correct answer
আশাপূর্ণা দেবী
কোন বিশিষ্ট সমাজসেবী 'বড়বাবু' নামে বেশি পরিচিত ছিলেন?
0/1
সুধীন্দ্রকুমার রায়
শুভেন্দু চট্টোপাধ্যায়
দিবাকান্ত রাউত
বিচারক সমরেশ বন্দ্যোপাধ্যায়
Correct answer
সুধীন্দ্রকুমার রায়
BENGALI
নাম 'শিশুশিক্ষার ভূমিকা' হলেও এই বইটা কিন্তু শিশুশিক্ষার পাঠ্যবিষয় বা, পদ্ধতি প্রকরণ নিয়ে অমর্ত্য সেনের কোনো মৌলিক ভাবনার গ্রন্থন নয়। ৪টি লেখার মধ্যে ৩ জন লেখকের প্রতিষ্ঠিত প্রতীচী ট্রাস্টের বিভিন্ন প্রতিবেদনের ভূমিকা, আর প্রথম রচনাটি সাক্ষরতা ও প্রাথমিক শিক্ষার সার্বিক গুরুত্ব বিষয় একটি চিন্তাশীল প্রবন্ধ, যা ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল একটি ইংরিজি পত্রিকায়। সব রচনায় মূলে ইংরিজি লেখা হয়েছিল, এখানে পাওয়া যাচ্ছে তার বাংলা অনুবাদ। উচ্চশিক্ষিত ভারতীয়দের মেধা ও বিদ্যাবুদ্ধি আজ সারা পৃথিবীতে সমাদৃত। দেশের লোক তা নিয়ে গর্বিত, অথচ এই দেশেই জনসংখ্যার একটি বড় অংশ লিখতে পড়তে জানে না। এই অদ্ভূত বৈপরীত্য বা, রহস্যের কারণ কী? 'ফার্স্টবয়দের দেশ'(নামটি চমৎকার) প্রবন্ধে অমর্ত্য সেন জানাচ্ছে। - পিছিয়ে পড়া পরিবার থেকে আসা প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের একটা মূলগত ঘাটতি থাকে। শিক্ষিত পরিবারে শিশুরা যে সাংস্কৃতিক আআবহে বড় হয়, সেই সুযোগ তারা পায়নি। সাংস্কৃতিক পুঁজি বা, লাকচারাল ক্যাপিট্যালের উত্তরাধিকার থেকে তারা বঞ্চিত। (শিশুশিক্ষার ভূমিকা : অমর্ত্য সেন – ১৪ই এপ্রিলের আনন্দবাজার পত্রিকায় সন্দীপ বন্দ্যোপাধ্যায় কৃত পুস্তক সমালোচনার প্রথম কয়েকটি লাইন নেওয়া হয়েছে) কোন দেশকে 'ফার্স্টবয়দের দেশ' বলেছে ?
0/1
ভারত
আমেরিকা
ইংল্যান্ড
ফ্রান্স
Correct answer
ভারত
'শিশুশিক্ষার ভূমিকা' বইটি লেখক কে ?
0/1
অমৃত বসু
অমর্ত্য সেন
অরণ্য সেন
অজেয় সেন
Correct answer
অমর্ত্য সেন
পুস্তক সমালোচনটি আনন্দবাজার পত্রিকায় কবে বেরিয়েছিল ?
0/1
১৫ এপ্রিল
১৬ এপ্রিল
১৭ এপ্রিল
১৪ এপ্রিল
Correct answer
১৪ এপ্রিল
'কালচারাল ক্যাপিটাল' বলতে এখানে কী বোঝানো হয়েছে ?
0/1
সাংস্কৃতিক পুঁজি
প্রাকৃতিক পুঁজি
সাংস্কৃতিক রাজধানী
সাংস্কৃতিক পীঠস্থান
Correct answer
সাংস্কৃতিক পুঁজি
এই বইয়ের প্রথম রচনাটি একটি ইংরিজি পথিকায় কত সালে বের হয়েছিল ?
0/1
২০০৫
২০০৬
২০০৭
২০০৮
Correct answer
২০০৫
অমর্ত্য সেনের প্রতিষ্ঠিত সংস্থা নিচের কোনটি ?
0/1
প্রতীচী ট্রাস্ট
প্রাচী ট্রাস্ট
প্রকৃতি ট্রাস্ট
প্রতীচ্য ট্রাস্ট
Correct answer
প্রতীচী ট্রাস্ট
এই বইটির মূল রচনাগুলি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল ?
0/1
সংস্কৃত
ইংরিজি
বাংলা
হিন্দি
Correct answer
ইংরিজি
উচ্চশিক্ষিত ভারতীয়দের মেধা ও বিদ্যাবুদ্ধি আজ সারা -
0/1
ভারতে সমাদৃত
পৃথিবীতে সমাদৃত
পৃথিবীতে নিন্দিত
পৃথিবীতে প্রশ্নের সম্মুখীন
Correct answer
পৃথিবীতে সমাদৃত
'শুধু আপনারি দেশে সমাদর রাজা বাদশার,গুনীর আদর মান সব ঠায়ে এই দুনিয়ার' । 'বাদশা' শব্দের অর্থ কী ?
0/1
সমদর্শী
সম্রাট
সমাদর
মন্ত্রী
Correct answer
সম্রাট
রাজার সম্মান শুধু কোথায় ?
0/1
নিজের দেশে
অন্য দেশে
আত্মীয়দের দেশে
অন্য দেশের বিদ্বজ্জনমহলে
Correct answer
নিজের দেশে
কিন্তু গুনীর আদর -
0/1
নিজের দেশে
পরের দেশে
নিজের পরিবেশে
সারা পৃথিবীতে
Correct answer
সারা পৃথিবীতে
রাজাকে সাধারণত মানে কেন ?
0/1
তার নিজ রাজ্যে কর্তৃত্বের জন্য
তার গুণের জন্য
তার গুণগ্রাহীতার জন্য
তার সারা পৃথিবীতে কর্তৃত্বের জন্য
Correct answer
তার নিজ রাজ্যে কর্তৃত্বের জন্য
গুণীর সমাদর পৃথিবীর কোথায় ?
0/1
সর্বত্র
শুধু নিজের দেশে
শুধু বিদেশে
শুধু নিজের লোকের কাছে
Correct answer
সর্বত্র
কবি এই কবিতায় ক্ষমতার চেয়ে গুণের গুণকীর্তন করতে চেয়েছেন -
0/1
না
হ্যাঁ
পরিষ্কার নয়
আদৌ বোধগম্য হচ্ছে না
Correct answer
হ্যাঁ
নিচের কোনটি 'দুনিয়া' শব্দের বাংলা প্রতিশব্দ ?
0/1
দুনিয়াদারী
পৃথিবী
প্রথিবী
দখলদারী
Correct answer
পৃথিবী
'জাহাজ ঘাট' এর সমাস নির্ণয় করুন।
0/1
জাহাজের ঘাট - ষষ্টী তৎপুরুষ
জাহাজের বিক্রির ঘাট - ষষ্টী তৎপুরুষ
জাহাজ-ভেড়ানোর ঘাট - মধ্যপদলোপী কর্মধারয় সমাস
জাহাজ ও ঘাট - দ্বন্দ্ব সমাস
Correct answer
জাহাজ-ভেড়ানোর ঘাট - মধ্যপদলোপী কর্মধারয় সমাস
প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুনঃ সঙ্কেত
0/1
সম+কিৎ+অ
সং+কিৎ+অচ্
সন+কে+ত
সম+কেত
Correct answer
সম+কিৎ+অ
নৌকা স্রোতে ভাসিয়া যায় - স্রোতে র কারক বিভক্তি নির্ণয় করুন।
0/1
করণে 'এ' বিভক্তি সপ্তমী
অধিকরণে 'এ' বিভক্তি সপ্তমী
করনে 'তে' বিভক্তি
করনে শূন্য বিভক্তি 'তে'
Correct answer
করণে 'এ' বিভক্তি সপ্তমী
সন্ধি বিচ্ছেদ করুনঃ পরস্পর
0/1
পর+পর
পরঃ+পর
পরস্+পর
পর+প+র
Correct answer
পরঃ+পর
পদ পরিবর্তন করুনঃ আঁশ
0/1
আঁশেল
হেঁসেল
আঁশিল
আঁশটে
Correct answer
আঁশটে
প্রকৃতি প্রত্যয় নির্নয় করুনঃ কল্পনা
0/1
কল্প+না+আচ্
কল্+প+নাচ্
কৃপ+ষিচ+অনট্
কৃপ্+নিচ্+অনট্
Correct answer
কৃপ্+নিচ্+অনট্
পদ পরিবর্তন করুনঃউচিত
0/1
উচিতত
উচিত্য
ঔচিত্য
উচিতময়
Correct answer
ঔচিত্য
লিঙ্গ পরিবর্তন করুনঃ হাঁস
0/1
মাদী-হাঁস
হাঁসা
হাঁসী
হাঁস মা
Correct answer
মাদী-হাঁস
বিপরীতার্থক শব্দ লিখুনঃ হর্ষ
0/1
বিষাদ
হরষ
হরিষ
আমোদ
Correct answer
বিষাদ
'নিবেদিল রাজভৃত্য'- রাজভৃত্য এর কারক বিভক্তি নির্ণয় করুন
0/1
কতৃকারকে শূন্য বিভক্তি
কর্মকারকে শূন্য বিভক্তি
কতৃকারকে ষষ্টী
কোনটিই সঠিক নয়
Correct answer
কতৃকারকে শূন্য বিভক্তি
MATH
a,b,c,d,..........z এর মান যথাক্রমে 1,2,3,4,.........26 হলে নিচের রাশিগুলির যোগফল কত? (x-a)+(x-b)+(x-c)+.......+(x-z)
0/1
273
0
624
26
Correct answer
273
এক দোকানদার 12 টি বেলুন 10 টাকায় কিনে 10 টি বেলুন 12 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হত?
0/1
35%
36%
44%
45%
Correct answer
44%
এক ব্যক্তি প্রতিদিন কাজের জন্য 20 টাকা পান অ প্রতিদিন অনুপস্থিতির জন্য 3 টাকা কাটা যায়।তিনি 60 দিন কাজ করে 280 টাকা পেলে কত দিন অনুপস্থিত ছিল?
0/1
20
25
30
40
Correct answer
40
অনুরাধা 2টি বই,প্রত্যেকটি 1.40 টাকা করে বিক্রি করেন।প্রথমটিতে তিনি 20% লাভ ও অপরটিতে 20% ক্ষতি করলে তার কী হয়?
0/1
কোনো লাভ বা, ক্ষতি হয়নি
20 পয়সা লাভ হয়
12 পয়সা ক্ষতি হয়
20 পয়সা ক্ষতি হয়
Correct answer
12 পয়সা ক্ষতি হয়
কোনো বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?
0/1
125%
100%
75%
50%
Correct answer
125%
নরেন একটি কাজ করেন ১৬ দিনে ও হরেন একটি কাজ করেন ১২ দিনএ।তারা একদিন অন্তর একদিন কাজ করলে সম্পুর্ণ কাজ শেষ হতে কত দিন লাগবে?
0/1

A
B
C
D
Correct answer
D
A একটি কাজ করে 12 দিনে ও B করে 8 দিনে। তারা C এর সাহায্যে ওই কাজটি 4 দিনে শেষ করলে C একা ওই কাজটি কত দিনে করবে?
0/1
24
20
16
4
Correct answer
24
কোনো এক পরীক্ষার 35% ছাত্র পাশ ও 455 জন ফেল করলে কতজন ছাত্র পরীক্ষা দেয়?
0/1
490
700
845
1300
Correct answer
700
200 ও 400 এর মধ্যে যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য সেইসব সংখ্যার যোগফল কত?
0/1
3366
6633
6336
6363
Correct answer
6633
0.9 এর বর্গমূল কত?
0/1
0.3
0.03
0.94
0.81
Correct answer
0.94
0/1

808008
808088
808080
8008008
Correct answer
808008
0/1

6836
8336
8366
8636
Correct answer
8336
0/1

A
B
C
D
Correct answer
B
A:B=2:3 ও B:C=4:5 হলে A:B:C= কত?
0/1
2:12:5
8:12:15
12:8:15
15:12:8
Correct answer
8:12:15
A:B=1/2:1/3 ও B:C=1/2:1/3 হলে A:B:C=?
0/1
2:3:3
1:2:6
3:2:6
9:6:4
Correct answer
9:6:4
117 টাকা P, Q, R এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করার বদলে ভুল বশত 2:3:4 অনুপাতে ভাগ করলে কে লাভবান হয়?
0/1
P
Q
R
Q ও R
Correct answer
R
একটি ব্যাগে 10 পয়সা ও 25 পয়সা 17:6 অনুপাতে মোট 112 টাকা থাকলে ওই ব্যাগে 10 পয়সা কোটি আছে?
0/1
35
210
490
595
Correct answer
595
6 জন মানুষ 15 দিন কাজ করে 700 টাকা পেলে 9 জন মানুষ12 দিন কাজ করলে কত টাকা পাবে?
0/1
700
840
1050
900
Correct answer
840
চারটি সংখ্যার গড় 60.প্রথমটি অপর তিনটির যোগফলের 1/4 অংশ হলে প্রথম সংখ্যাটি কত?
0/1
15
45
48
60.25
Correct answer
48
পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর।5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর।দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হলে পিতার বয়স কত?
0/1
34
47
64
27
Correct answer
47
1/2 ও 2/3 এর মধ্যবর্তী ভগ্নাংশ কোনটি?
0/1
3/4
3/5
5/6
5/12
Correct answer
3/5
2, 3, 5, 6, 7 ও 9 সংখ্যাগুলি দিয়ে তিন অঙ্কের কতগুলি সমখ্যা গড়া যাবে, যারা 5 দিয়ে বিভাজ্য?(প্রতিটি সংখ্যা একবারই ব্যবহার করা যাবে)
0/1
5
10
15
20
Correct answer
20
0/1

A
B
C
D
Correct answer
A
0/1

A
B
C
D
Correct answer
A
1/1

A
B
C
D
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Additional Terms
 Forms
EB-Education q set
প্রাইমারী টেট পরিবেশবিদ্যা
মানঃ ২০ । প্রশ্নঃ ২০
DDT মানবদেহে কোথায় সঞ্চিত হয় ?
0/1
যকৃতে
রক্তে
মেদকলায়
অস্থিমজ্জায়
Correct answer
মেদকলায়
স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার
0/1
১৫-৩০ কিমি
০-১৫ কিমি
৩০-৯০ কিমি
কোনটিই নয়
Correct answer
১৫-৩০ কিমি
মানুষের জিভে তিক্ত স্বাদ থাকে -
0/1
সামনের অংশে
দু'পাশে
পিছনে
অন্য কোথাও
Correct answer
পিছনে
দেহ-সংরক্ষক খাদ্য কোনটি ?
0/1
শর্করা
স্নেহপদার্থ
ভিটামিন
আমিষ জাতীয় খাদ্য
Correct answer
ভিটামিন
ভারতবর্ষে প্রথম বন আইন চালু হয় --
0/1
১৯২০ সালে
১৯২২ সালে
১৯২৫ সালে
১৯২৭ সালে
Correct answer
১৯২৭ সালে
ফুসফুসের ক্যান্সার হয় কোনটির কারনে ?
0/1
ক্যাডমিয়াম
নিকেল
সীসা
CFC
Correct answer
নিকেল
ভারতের উপকূলে সাইক্লোন গুলো তৈরী হয় কোন সময়ে ?
0/1
এপ্রিল থেকে মে
জানুয়ারী থেকে মার্চ
জুন থেকে আগস্ট
মে থেকে আগস্ট
Correct answer
এপ্রিল থেকে মে
কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?
0/1
নাইট্রাস অক্সাইড
কার্বন ডাই অক্সাইড
মিথেন
নাইট্রোজেন ডাই অক্সাইড
Correct answer
নাইট্রোজেন ডাই অক্সাইড
কোথায় ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য দেখা যায় ?
0/1
হিমালয় অঞ্চলে
আসামে
পশ্চিমঘাট অঞ্চলে
সবক'টি
Correct answer
পশ্চিমঘাট অঞ্চলে
পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলা কয়টি ?
0/1
৪টি
৮টি
২টি
১টিও নয়
Correct answer
৮টি
ওজন স্তর থাকে কোন বায়ুস্তরে ?
0/1
ট্রপোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ার
আয়নোস্ফিয়ার
Correct answer
স্ট্র্যাটোস্ফিয়ার
মার্বেল হল আসলে -
0/1
ক্যালসিয়াম সালফেট যৌগ
ক্যালসিয়াম অক্সাইড যৌগ
ক্যালসিয়াম কার্বনেট যৌগ
কোনোটি নয়
Correct answer
ক্যালসিয়াম কার্বনেট যৌগ
লোহার অভাবে ___________ হয়
0/1
জন্ডিস
রক্তাল্পতা
রিকেট
আমাশয়
Correct answer
রক্তাল্পতা
কোন উদ্ভিদকে ভারতের মানুষ দেবতা জ্ঞানে পুজো করে ?
0/1
অশ্বত্থ
বট
তুলসী
সবকটিই
Correct answer
সবকটিই
জমিতে যেসব রাসায়নিক সার প্রয়োগ করা হয় তাদের মধ্যে প্রধান কোনটি ?
0/1
নাইট্রেট
টারপিন
সালফেট
সবক'টি
Correct answer
নাইট্রেট
কোন উপায়ে বৃষ্টির জল ধরে রাখা হয় ?
0/1
মজুত ব্যবস্থা
সম্পূরন ব্যবস্থা
মজূত ও সম্পূরন ব্যবস্থা
কোনটিই নয়
Correct answer
মজূত ও সম্পূরন ব্যবস্থা
নীচের কোনটি রাসায়নিক সার ?
0/1
ডিডিটি
নাইট্রোলিন
প্যারাথিয়ন
সবক'টি
Correct answer
নাইট্রোলিন
প্রতিদিন জনপ্রতি সাধারনত কত জলের প্রয়োজন হয় ?
0/1
১৫০লিটার
২০০লিটার
১৩৫লিটার
১৭৫লিটার
Correct answer
১৩৫লিটার
নীচের কোনটি পতঙ্গভূক উদ্ভিদ ?
0/1
কলসপত্রী
ভেনাস ফ্লাই ট্র্যাপ
উপরের দুটোই
কোনটিই নয়
Correct answer
উপরের দুটোই
জলের প্রধান উৎস -
0/1
বৃষ্টি
ভূগর্ভস্থ জল
জলাশয়
সবগুলি
Correct answer
সবগুলি
একটি চিরাচরিত শক্তির উৎস হল -
0/1
খনিজ তেল
সৌরশক্তি
জ্বালানী কাঠ
কয়লা
Correct answer
সৌরশক্তি
মহাবিষুব কোন দিনটি ?
0/1
২১ জুন
২২ ডিসেম্বর
২১ মার্চ
২৩ সেপ্টেম্বর
Correct answer
২১ জুন
স্বভোজী উদ্ভিদ নয়
0/1
মস
অ্যাস্পারজিলাস
শৈবাল
নিটাম
Correct answer
অ্যাস্পারজিলাস
কৃষ্ণ বালুকা পাওয়া যায়
0/1
মহারাষ্ট্র উপকূলে
গুজরাট উপকূলে
মহারাষ্ট্র ও গুজরাট উভয় উপকূলে
কোনোটিই নয়
Correct answer
মহারাষ্ট্র উপকূলে
অরণ্য থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ নিচের কোনটি ?
0/1
রেসিন
টারপিন
গঁদ
সবক'টি
Correct answer
সবক'টি
নীচের কোন গ্যাস তাপশক্তি ধরে রাখতে পারে ?
0/1
অক্সিজেন
কার্বন ডাই অক্সাইড
নাইট্রোজেন
সবক'টি
Correct answer
কার্বন ডাই অক্সাইড
জলজ প্রাথমিক খাদক
0/1
প্ল্যাঙ্কটন
পতঙ্গের লার্ভা
জলজ কীটপতঙ্গ
সবক'টি
Correct answer
সবক'টি
শ্বসনের স্বাভাবিক হার মিনিটে কত বার ?
0/1
১২
১৬
১৪
১৮
Correct answer
১৬
একটি সংরক্ষিত এলাকা হল
0/1
মহারাষ্ট্রের দেবারণ্য
ওড়িশার ঢেনকানল
উপরের দুটিই
কোনোটিই নয়
Correct answer
মহারাষ্ট্রের দেবারণ্য
আমাদের দেশে কত রকমের বনাঞ্চল আছে ?
0/1
১৬
১৫
১০
১২
Correct answer
১৬
ধন্যবাদ
পরীক্ষা সম্পূর্ণ হয়েছে । সাবমিট করার জন্য "SUBMIT" বাটনে ক্লিক করুন ।
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Additional Terms
 Forms
EB-Education q set
No comments:
Post a Comment