Sunday, 8 January 2017
Value of Life
একটি কিশোর ছেলে একদিন তার দাদুর কাছে জানতে চেয়েছিল "জীবনের মূল্য কি" ? What's the value of life ?
দাদু তার উত্তরটা দিয়েছিল একটি কঠিন বাস্তব কে সামনে রেখে,
দাদু সেই ছেলেটির হাতে একটি সুদৃশ্য পাথর দিয়ে বলেছিল ....."এই পাথরের মূল্য যাচাই করে এসো, কিন্তু কাও কে বিক্রি করো না" ।
অতঃপর বালকটি পাথর হাতে বেরিয়ে পরে রাস্তায়..... প্রথমেই সে দেখা পেলো এক লেবু বিক্রেতার।বালক তাকে জিজ্ঞাসা করলো এই পাথরের কত মূল্য তুমি দিতে পারো?
লেবু ওয়ালা বললো এই পাথরের বিনিময়ে ১২টা লেবু আমি তোমায় দিতে পারি।
এর পর বালকটি একটি সবজি ওয়ালাকে দেখায় ও মূল্য জিজ্ঞাসা করে, সবজি বিক্রেতা বলে এর মূল্যে আমি একবস্থা আলু তোমায় দিতে পারি।
বালক এই কথা শুনে গেল এক স্বর্ণকারের কাছে , পাথর দেখে স্বর্ণকার তাকে ১ লক্ষ নগদ অর্থ দেয়ার কথা জানালো, কিন্তু বালক তাকে বিক্রি না করার কথা জানিয়ে চলে এলো।
সবশেষ সে গেল শহরের নাম করা দুষ্প্রাপ্য হিরে ব্যাবসায়ীর দোকানে, এবং পাথর দেখিয়ে তার মূল্য জানতে চাইলো। জুহুরী একটি লাল কাপড়ে রেখে বিভিন্ন কোন থেকে নানা ধরণের লেন্সের মাধ্যমে দেখতে লাগলো।যত দেখে ততই বিষ্ময় বাড়ে, কখনো দাঁড়িয়ে দেখে তো কখনো বসে, কখনো হামাগুড়ি দিয়ে দেখে তো কখনো শুয়ে দেখে। অবশেষে বলে না বাপু এর মূল্য আমি দিতে পারবোনা, আমার সারা জীবনের সঞ্চয় ও অর্জিত অর্থ এর কাছে সামান্য মাত্র।এর মূল্য অপরিসীম "priceless" যা অর্থের বিনিময়ে বিচার্য নয়।
বালক টি তখন পাথর নিয়ে দাদুর কাছে এলো।দাদু তখন সব শুনে বালককে যে শিক্ষা যে lesson দিলেন সেটা আমাদের জীবনের lesson.
তিনি কি lesson দিলেন ?
এই জগতে যে যেরকম অর্থাৎ যার যেমন জ্ঞানবুদ্ধি, চিন্তাভাবনা, আর্থিক আনুকূল্য সে সেরকমই দেখে জীবনটাকে। লেবুওয়ালার ক্ষমতা ১২টি লেবুর বিনিময়,তার বুদ্ধি ও চেনার ক্ষমতাও ওই পর্যন্তই সীমা বদ্ধ, কিন্তু জুহুরী, যে আসলেই রত্ন চেনে সে কিন্তু priceless এর তকমা দেয়।
সুতরাং কখনো নিজেকে valueless মূল্যহীন ভেবোনা। যে তোমার মূল্য দেয় না সে আসলেই মূল্যহীন জ্ঞানের অধিকারী, সে কখনও কাউকেই মূল্য দিতে পারে না ।তুমি জানো তুমি কতটা মূল্যবান।কি আছে তোমার মধ্যে তুমি ছাড়া আর কেউ জানেনা।
Don't fear, you will surely find some one, who will give your right value. ( ভয় খেওনা, তুমি একদিন ঠিক এমন কাউকে খুঁজে পাবে যে তোমার সঠিক মূল্য দেবে)
Respect yourself, don't sale yourself chip, you are unique, no one can replace you. ( নিজেকে সম্মান করো, নিজেকে সল্প মূল্যে বিক্রি করোনা ,তুমি অদ্বিতীয় তোমায় কেউ সরাতে পারবেনা)
You are the creator of your own destiny.
অতএব কর্ম আর স্বপ্ন দুটোকেই একরাস্তাই রেখে সামনে এগিয়ে চলো সাফল্য ধরাদেবেই।তুমি হয়ে উঠবে ওই "দুষ্প্রাপ্য পাথর"💎
💎
💎 পাবে জীবনের মূল্যের মজা।
#কারো কোথায় হীনমন্যতায় ভুগোনা।নিজেই নিজেকে মোটিভেট করো। Be Positive.
একটিবার অন্তত একটিবার সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে তো একবার দেখো জীবনের মানে টাই পাল্টে যাবে...ইনশাআল্লাহ😁
FORM
// Data attributes data-tally-open="nWgJPR" data-tally-emoji-text="👋" data-tally-emoji-animation="heart-beat"...
-
General Knowledge & General Awareness অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? 0/1 লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড বেন্টিঙ্ক লর্ড আমহার...
-
1. আকাশবাণী নামটি কে দেন..? > রবীন্দ্রনাথ ঠাকুর 2. কোন সরীসৃপ উড়তে পারে..? > ড্রাকে ভোলানার্স 3. 'ভারতবর্ষ' কথাটি প্রথম কোথায়...
-
-BY M.EBADUL HAQUE ONLINE APPLICATIONS ARE HEREBY INVITED BY THIRD PARTY FOR ENGAGEMENT OF DATA ENTRY OPERATOR IN DIFFERENT OFFICES OF AL...
-
📙📙📙Gk📘📘📘 ্রশ্ন: মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ ? রডস প্রশ্ন: দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ? কনস প্রশ্ন: রঙ্গীন জিনিস ...
-
The SSC MTS Exam Pattern has changed ! According to the Commissions latest Notification, the SSC will be conducting the MTS Exam with a 90 m...
-
‘The Proposal’ by Anton Chekhov – Questions and Answers - Ebadul Sir www.ebeducare.blogspot.in , ebeducare@gmail.com , Mobil...
-
৩৮ কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য e-SHRAM পোর্টাল চালু করেছে কেন্দ্র। ইতিমধ্যেই এর সুবিধা পেতে শ্রমিকদের নাম ও তথ্য নথিভুক্তের কাজ শুরু হয়েছে...
-
West Bengal Bana Sahayaks Recruitment 2020 - Apply for 2000 Vacancy Recruitment Board West Bengal Forest Department Notification Date ...
-
সপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। - এ পি জে আবদুল কালাম সাফল্য হল আপ...
-
The Eyes Have It – Short Questions Prepare these short questions. 1. Who is the author of the story “The Eyes Have It”? Answer: The author o...