Comparison of Degree এটি Transformation of Sentences এর উপরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমাদেরকে একটি বাক্যকে Positive থেকে Comparative বা Superlative এ পরিবর্তন করতে হয় adjective বা adverb শব্দের পরিবর্তনের নিয়ম অনুসরন করে। আমি Changing Degree এর উপরে ৫ টি নিয়ম আলোচনা করতে যাচ্ছি এই অধ্যায়ে।

এখানে, আমি তোমাকে Changing degree এর উপরে সবচেয়ে সহজ নিয়ম শেখাবো। আমি আশা করছি যে তোমার কাছে বিভিন্ন প্রকাশিত বইয়ে দেওয়া Changing degree এর উপর নিয়ম-কানুনের চেয়ে এই পদ্ধতিগুলো সহজ মনে হবে। তুমি এই অধ্যায়টি পড়ার পরে Changing degree এর ক্ষেত্রে আর কোন সমস্যায় পড়বেনা। তাহলে শুরু করা যাক আমাদের আলোচনা।

প্রথমত, আমি তোমাকে degrees এর রূপগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চাই যাতে তোমার বুঝতে কোন সমস্যা না থাকে। adjectives এবং adverbs এর ক্ষেত্রে মোট ৩ প্রকার degrees রয়েছেঃ

  • Positive Degree– (no comparison -কোন তুলনা হবেনা)
  • Comparative Degree– (comparison between two persons or objects-দুইজনের বা দুটি বিষয়ের মধ্যে তুলনা হবে)
  • Superlative Degree– (comparison among several persons or objects-অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে)
changing degree

Example:
In this class, this student is intelligent.
Positive Degree- (no comparison)

In this class, this student is more intelligent than Max.
Comparative Degree- (comparison between two persons or objects)

In this class, this student is the most intelligent.
Superlative Degree- (comparison among several persons or objects)

The adjective or adverb word forms of these 3 degrees are:
Adjectives এবং Adverbs শব্দের ৩ টি degrees এর রূপে শব্দের রূপের ভিন্নতাঃ

Positive DegreeComparative DegreeSuperlative Degree
StrongStrongerStrongest
GreatGreaterGreatest
OldOlder/elderOldest/eldest
SmallSmallerSmallest
FewFewerFewest
WeakWeakerWeakest
HotHotterHottest
BigBiggerBiggest
LargeLargerLargest
WiseWiserWisest
EasyEasierEasiest
BeautifulMore beautifulMost beautiful
IntelligentMore IntelligentMost Intelligent
Good/wellBetterBest
Bad/badly/evil/illWorseWorst
Many/muchMoreMost
ForeFormerForemost/first
LittleLessLeast
LateLater/latterLatest/last
FarFartherFarthest
ForeFurtherFurthest
OutOuter/utterOutmost/outermost
UpUpperUppermost

Degrees এর উপরে অনেক শব্দ রয়েছে। এখানে আমি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিলাম তোমাকে ধারনা দেবার জন্য।


কিছু বিষয় যা তোমাকে মনে রাখতে হবেঃ

Degrees পরিবর্তনের সময় কিছু নির্দিষ্ট বিষয় তোমাকে মনে রাখতে হবে। নিম্নে সেগুলো দেওয়া হলঃ

Point-01:
  • (Positive Degree এর চিহ্ন হল “as…..as/so…..as”)
Point-02:
  • (Comparative Degree এর চিহ্ন হল “than”)
Point-03:
  • (Superlative Degree এর চিহ্ন হল “the”)
Point-04:
  • (Adjective বা Adverb যে শব্দটি দেওয়া আছে তা Degree এর বিভিন্ন রূপ যেমনঃ (Positive- Strong)/ (Comparative- Stronger) / (Superlative-Strongest) অনুযায়ী পরিবর্তন করতে হবে।
Point-05:
  • (Degree পরিবর্তনের সময় মূল বাক্যের অর্থের কোন পরিবর্তন হওয়া যাবেনা)
Point-06:
  • (Degree পরিবর্তনের সময় মূল বাক্যের subject এবং object এর স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ, Positive Degree তে object টিকে Comparative Degree / Superlative Degree তে subject হিসেবে বসাতে হবে)

এখন, Degree পরিবর্তনের উপর এই ৫ টি সূত্র অনুসরন করঃ

Degree পরিবর্তনের ৫ টি সূত্রঃ

NoPositive DegreeComparative DegreeSuperlative Degree
01No other…
There is no….
Nothing…
(in case of Singular)
(একবচন ব্যক্তি বা বস্তু)
than any other…
than anything…
the…
of any…
02Very few…
Few…
(in case of Plural)
(বহুবচন ব্যক্তি বা বস্তু)
than most other…
than all other…
one of the…
of all…
03As….as/so….as
(Affirmative-Negative)
(single sentence)
(হাঁ-বোধক=না-বোধক)
not….than(Not applicable)
(পরিবর্তন হয়না)
04As…as(Affirmative)
As…as  (Negative)
(before a sentence)
(No change of Subject Object)
not less…than 
(Affirmative)
less…than 
(Negative)
(Not applicable)
(পরিবর্তন হয়না)
05As soon as…..No sooner had…than(Not applicable)
(পরিবর্তন হয়না)

এখন নিচে প্রতিটি সূত্রের উদাহারন এবং ব্যাখ্যা দেখ। বাক্যের মধ্যে যে অংশ পরিবর্তন করতে হবে তা মোটা অক্ষরে চিহ্নিত করা আছে। আমি প্রতিটি সূত্রের বিশেষ শর্ত, প্রয়োগের নিয়ম এবং রুপ ব্যাখা করেছি যা তোমাকে সূত্রগুলো পরিষ্কার ভাবে বুঝতে সাহায্য করবে।

এখন নিচে প্রতিটি সূত্রের উদাহারন এবং ব্যাখ্যা দেখ। বাক্যের মধ্যে যে অংশ পরিবর্তন করতে হবে তা মোটা অক্ষরে চিহ্নিত করা আছে। আমি প্রতিটি সূত্রের বিষয়গুলো ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে উল্লেখ করেছি।

Example of Rule: 01

Positive: No other boy in the class is as good as John.
Comparative: John is better than any other boy in the class.
Superlative: John is the best boy in the class.

Explanation:

  • (এখানে adjective শব্দ ‘good’ কে ‘better’ এ পরিবর্তন করা হয়েছে comparative রূপে এবং ‘best’ এ পরিবর্তন করা হয়েছে superlative রূপে। পাশাপাশি, positive রূপের object word-‘John’ কে comparative বা superlative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, তুমি দেখতে পাবে যে এখানে verb এর রূপটি একবচন।)
Example of Rule: 02

Positive: Very few cities are as developed as New York in the world.
Comparative: New York is more developed than most other/than all other cities in the world.
Superlative: New York is one of the most developed cities in the world.

Explanation:

  • (এখানে adjective শব্দ ‘developed’ কে ‘more developed’ এ পরিবর্তন করা হয়েছে comparative রূপে এবং ‘most developed’ এ পরিবর্তন করা হয়েছে superlative রূপে। পাশাপাশি, positive রূপের object word-‘New York’ কে comparative বা superlative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, তুমি দেখতে পাবে যে এখানে verb এর রূপটি বহুবচন।)

Example of Rule: 03

Positive: The boy is as strong as the girl.
Comparative: The girl is not stronger than the boy.
Positive: You believe him as much as I.
Comparative: I do not believe him more than you.
Positive: Your bag is as fine as mine.
Comparative: My bag is not finer than yours.

Explanation:

  • (এই নিয়মে, তুমি “as…as” এর পর একটি মাত্র শব্দ পাবে। এখানে adjective শব্দ ‘strong’ পরিবর্তন হয়ে comparative রূপে ‘stronger’ হবে। পাশাপাশি, positive রূপের object word- ‘The girl’ কে comparative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, যদি positive রূপটি হাঁ-বোধকে থাকে তবে comparative রূপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হাঁ-বোধকে রূপান্তর করতে হবে। অর্থ ঠিক রাখার জন্য
  • Example of Rule: 04

Positive: The girl is as ugly as you said
Comparative: The girl is no less ugly than you said.
Positive: The student is not as fool as I think.
Comparative: The student is less fool than I think.

  • (এই নিয়মে, তুমি “as…as” এর পর একটি বাক্য পাবে। এখানে তোমাকে adjective এর কোন পরিবর্তন করতে হবেনা এবং subject বা object স্থানের কোন পরিবর্তন ঘটবেনা। পরিশেষে, যদি positive রূপটি হাঁ-বোধকে থাকে তবে comparative রূপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হাঁ-বোধকে রূপান্তর করতে হবে। অর্থ ঠিক রাখার জন্য এটা করতে হবে।)

Example of Rule: 05

Positive: As soon as the man cameI left the room.
Comparative: No sooner had the man come than I left the room.

  • (এখানে তোমাকে শুধু “as soon as” অংশটিকে “No sooner had” এ পরিবর্তন করতে হবে এবং “(,)” কমাটিকে “than” এ পরিবর্তন করতে হবে positive হতে comparative করার সময়। এখানে তোমাকে adjective এর কোন পরিবর্তন করতে হবেনা এবং subject বা object স্থানের কোন পরিবর্তন ঘটবেনা।)

এই হল degree পরিবর্তনের উপর পরিপূর্ণ ৫ টি নিয়ম উদাহারন এবং ব্যখ্যা সহ। আমি আশা করি যে তুমি এতক্ষণে এই অধ্যায়টি ভালোভাবে বুঝে গেছ। এখন তুমি যেকোনো বাক্যকে positive হতে comparative বা superlative এ পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি তুমি এই “5 Rules of Changing Degrees” অধ্যায়ের কোন অংশ বুঝতে না পারো তবে অবশ্যয় নিম্নের মন্তব্য শাখায় আমাকে জানাবে। আমি এখানে সবসময় আছি তোমাকে সাহায্য করার জন্য এবং তোমার ভাষা শিক্ষণ নিশ্চিত করতে। ধন্যবাদ।

M.Ebadul Hq