Sunday, 12 June 2016

মোবাইলে কুরআন পড়ার কিছু অ্যাপ সহ 5টি প্রবন্ধ আপনার ইমেইলে পাঠানো হয়েছে

মোবাইলে কুরআন পড়ার কিছু অ্যাপ সহ 5টি প্রবন্ধ আপনার ইমেইলে পাঠানো হয়েছে

Link to QuranerAlo.com – কুরআনের আলো ইসলামিক ওয়েবসাইট

মোবাইলে কুরআন পড়ার কিছু অ্যাপ

Posted: 12 Jun 2016 12:37 AM PDT

iQuran Pro

iQuran-Pro-Full-Aplication-For-Android

Version: 2.5.4

Download Link:

Download iQuran Pro v2.5.2 APK  (27.86 MB) via Zippyshare
Download iQuran Pro v2.5.3 APK  (27.88 MB) via Google Drive
Download iQuran Pro v2.5.4 APK  (30.74 MB) via Google Drive

Play Store Link – https://play.google.com/store/apps/details?id=com.guidedways.iQuranPro

Quran For Android

Play Store Link – https://play.google.com/store/apps/details?id=com.quran.labs.androidquran

alQuran

Play Store Link – https://play.google.com/store/apps/details?id=com.almubin.alquran

MP3 Quran

Play Store Link – https://play.google.com/store/apps/details?id=com.fantasy.MP3Quran

 

পরীক্ষার কারণে রমজানের রোজা না-রাখা

Posted: 11 Jun 2016 12:44 PM PDT

প্রশ্ন: যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, রমজানের রোজা রেখে পড়াশুনা করতে পারতাম না। সে জন্য দুই রমজানের কিছু রোজা আমি রাখি নি। এখন আমার উপর কি শুধু কাযা ওয়াজিব; নাকি শুধু কাফফারা ওয়াজিব? নাকি কাযা কাফফারা উভয়টা ওয়াজিব?

Exam-Preparation

উত্তর:

আলহামদুলিল্লাহ।

এক:

রমজান মাসে রোজা পালন ইসলামের অন্যতম একটি ভিত্তি। যে ভিত্তিগুলোর উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

( بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسٍ : شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، وَإِقَامِ الصَّلاةِ ، وَإِيتَاءِ الزَّكَاةِ ، وَالْحَجِّ ، وَصَوْمِ رَمَضَان )

"ইসলাম পাঁচটি রোকনের উপর প্রতিষ্ঠিত: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল, নামায কায়েম করা, যাকাত দেওয়া, হজ্জ আদায় করা এবং রমজান মাসে রোজা পালন করা।"

সুতরাং যে ব্যক্তি রোজা ত্যাগ করল সে ইসলামের একটি রোকন ত্যাগ করল এবং কবিরা গুনাতে লিপ্ত হল। বরঞ্চ সলফে সালেহিনদের কেউ কেউ এ ধরণের ব্যক্তিকে কাফির ও মুরতাদ মনে করতেন। আমরা এ ধরনের গুনাহ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।

ইমাম যাহাবী তার 'আল-কাবায়ের' গ্রন্থে (পৃঃ ৬৪) বলেছেন:

"মুমিনদের মাঝে স্বীকৃত যে, যে ব্যক্তি কোন রোগ বা কারণ ছাড়া রমজান মাসে রোজা ত্যাগ করে সে ব্যক্তি যিনাকারী ও মদ্যপ মাতালের চেয়ে নিকৃষ্ট। বরং তাঁরা তার  ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করেন এবং তার মাঝে ইসলামদ্রোহিতা ও বিমুখতার ধারণা করেন।" সমাপ্ত

দুই:

পরীক্ষার কারণে রোজা না-রাখার ব্যাপারে শাইখ বিন বায রাহিমাহুল্লাহ কে প্রশ্ন করা হয়েছিল,  তিনি বলেন: "একজন মুকাল্লাফ (শরয়ি দায়িত্বপ্রাপ্ত) ব্যক্তির জন্য রমজান মাসে পরীক্ষার কারণে রোজা না-রাখা জায়েয নয়। কারণ এটি শরিয়ত অনুমোদিত ওজর নয়। বরং তার উপর রোজা পালন করা ওয়াজিব। দিনের বেলায় পড়াশোনা করা তার জন্য কষ্টকর হলে সে রাতের বেলায় পড়াশুনা করতে পারে। আর পরীক্ষা-নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উচিত ছাত্রদের প্রতি সহমর্মী হওয়া এবং রমজান মাসের পরিবর্তে অন্য সময়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। এর ফলে দুইটি সুবিধার মধ্যে সমন্বয় করা যায়। ছাত্রদের সিয়াম পালন ও পরীক্ষায় প্রস্তুতির জন্য অবসর সময় পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে সহিহ হাদিসে এসেছে তিনি বলেন:

"হে আল্লাহ! যে ব্যক্তি আমার উম্মতের যে কোন পর্যায়ের কর্তৃত্ব লাভ করে তাদের সাথে কোমল হয় আপনিও তার প্রতি কোমল হন। আর যে ব্যক্তি আমার উম্মতের কর্তৃত্ব পেয়ে তাদের সাথে কঠোর হয় আপনিও তার সাথে কঠোর হন।"[সহিহ মুসলিম]

তাই পরীক্ষা নিয়ন্ত্রণ-কর্তৃপক্ষের প্রতি আমার উপদেশ হল- তাঁরা যেন ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মী হন। রমজান মাসে পরীক্ষা না দিয়ে রমজানের আগে বা পরে পরীক্ষার সময়সূচী নির্ধারণ করেন। আমরা আল্লাহর কাছে সবার জন্য তাওফিক প্রার্থনা করি।" সমাপ্ত [ফাতাওয়া আশ-শাইখ ইবনে বায (৪/২২৩)]

'ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি' কে প্রশ্ন করা হয়েছিল:

আমি রমজান মাসে একটানা সাড়ে ৬ ঘণ্টা পরীক্ষা দিব। মাঝে ৪৫ মিনিটের বিরতি আছে। একই পরীক্ষায় আমি গত বছরও অংশ নিয়েছিলাম। কিন্তু সিয়াম পালনের কারণে ভালোভাবে মনোযোগ দিতে পারিনি। তাই পরীক্ষার দিনে কি আমার রোজা না-রাখা জায়েয হবে?

তাঁরা উত্তরে বলেন:

"উল্লেখিত কারণে রোজা না-রাখা জায়েয নয়; বরং তা হারাম। কারণ রমজানে রোজা না-রাখার বৈধ ওজরের মধ্যে এটি পড়ে না।" সমাপ্ত

[ফাতাওয়াল লাজ্‌নাদ্ দায়িমা (ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া সমগ্র (১০/২৪০)]

তিন:

না-রাখা রোজাগুলো কাযা করার ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন:

আপনি যদি এই ভেবে রোজা না-রেখে থাকেন যে পরীক্ষার কারণে রোজা না-রাখা জায়েয, তবে আপনার উপর শুধু কাযা করা ওয়াজিব। আপনার যেহেতু ভুল ধারণা ছিল এবং ইচ্ছাকৃতভাবে আপনি হারামে লিপ্ত হননি তাই আপনার ওজুহাত গ্রহণযোগ্য। আর আপনি যদি তা হারাম জেনে রোজা না-রাখেন তবে আপনার উপর অনুতপ্ত হওয়া, তওবা করা এবং পাপ কাজে পুনরায় ফিরে না আসার দৃঢ় প্রতিজ্ঞা করা ওয়াজিব। কাযা করার ক্ষেত্রে যদি আপনি রোজা শুরু করে দিনের বেলায় রোজা ভেঙ্গে ফেলেন তাহলে আপনাকে এর কাযা পালন করতে হবে। আর যদি আপনি শুরু থেকেই রোজা না-রেখে থাকেন তাহলে আপনার উপর কোন কাযা নেই। এর জন্য আল্লাহ চাহেত 'সত্যিকার তওবা' (তওবায়ে নাসুহ)-ই যথেষ্ট। আপনার উচিত বেশি বেশি ভাল কাজ করা, নফল রোজা রাখা; যাতে করে ছুটে যাওয়া ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করে নিতে পারেন।

শাইখ ইবনে উছাইমীন রাহিমাহুল্লাহকে রমজানে দিনের বেলায় বিনা ওজরে পানাহারের হুকুম সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন:

রমজানে দিনের বেলায় বিনা ওজরে পানাহার করা মারাত্মক কবিরা গুনাহ। এতে করে ব্যক্তি ফাসেক হয়ে যায়। তার উপর ওয়াজিব হচ্ছে- আল্লাহর কাছে তওবা করা এবং রোজা না-রাখা দিনগুলোর কাযা রোজা পালন করা। অর্থাৎ সে যদি রোজা শুরু করে বিনা ওজরে দিনের বেলায় রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার গুনাহ হবে এবং তাকে সে দিনের রোজা কাযা করতে হবে। কারণ সে রোজাটি শুরু করেছে, সেটি তার উপর অনিবার্য হয়েছে এবং সে ফরজ জেনে সে আমলটি শুরু করেছে। তাই মান্নতের ন্যায় এর কাযা করা তার উপর আবশ্যক। আর যদি শুরু থেকে ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে রোজা ত্যাগ করে তবে অগ্রগণ্য মত হল তার উপর কাযা আবশ্যক নয়। কারণ কাযা করলেও সেটি তার কোন কাজে আসবে না। যেহেতু তা কবুল হবে না।

শরয়ি কায়েদা হল: নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত কোন ইবাদত যখন বিনা ওজরে সে নির্দিষ্ট সময়ে আদায় করা হয় না সেটা আর কবুল করা হয় না। কারণ নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

( من عمل عملاً ليس عليه أمرنا فهو رد )
"যে ব্যক্তি এমন কোন কাজ করল যা আমাদের দ্বীনে নেই তা প্রত্যাখ্যাত।" [সহিহ বুখারী (২০৩৫), সহিহ মুসলিম (১৭১৮)]

তাছাড়া এটি আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন। আল্লাহ তাআলার নির্ধারিত সীমানা লঙ্ঘন করা জুলুম বা অন্যায়। জালিমের আমল কবুল হয় না।  আল্লাহ তাআলা বলেছেন:

( وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُوْلَئِكَ هُمُ ٱلظَّلِمُونَ )

 "যারা আল্লাহর (নির্ধারিত) সীমারেখা লঙ্ঘন করে তারা জালিম (অবিচারী)।"[২ আল-বাক্বারাহ: ২২৯]

এছাড়া সে ব্যক্তি যদি এই ইবাদতটি নির্দিষ্ট সময়ের আগে পালন করত তবে তা তার কাছ থেকে কবুল করা হতো না, অনুরূপভাবে কোন ওজর ছাড়া সে যদি নির্দিষ্ট সময়ের পরে তা আদায় করে তবে সেটাও তার কাছ থেকে কবুল করা হবে না। সমাপ্ত

[মাজমূ ফাতাওয়াশ শাইখ ইবনে উছাইমীন (১৯/প্রশ্ন নং ৪৫) ]

চার:

কাযা পালনে এই কয়েক বছর দেরী করার কারণে আপনার উপর তওবা করা আবশ্যক। যে ব্যক্তির উপর রমজানের কাযা রোজা রয়েছে পরবর্তী রমজান আসার আগে তা পালন করে নেয়া ওয়াজিব। যদি সে এর চেয়ে বেশি দেরী করে তবে সে গুনাহগার হবে। এই বিলম্ব করার কারণে তার উপর কাফ্‌ফারা (প্রতি দিনের পরিবর্তে একজন মিসকীন  খাওয়ানো) ওয়াজিব হবে কিনা- এ ব্যাপারে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। নির্বাচিত মত হল- তার উপর কাফ্‌ফারা আদায় ওয়াজিব হবে না। তবে সাবধানতাবশতঃ আপনি যদি কাফফারা আদায় করেন তবে তা ভাল।  আরও জানতে দেখুন (26865) নং প্রশ্নের উত্তর।

জবাবের সারাংশ হল:

আপনি যদি পরীক্ষার কারণে রোজা না-রাখা জায়েয মনে করে রোজা না-রেখে থাকেন অথবা রোজা শুরু করে দিনে ভেঙ্গে ফেলেন তাহলে আপনাকে কাযা পালন করতে হবে; কাফফারা আদায় করতে হবে না। আমরা দোয়া করছি যাতে আল্লাহ আপনার তওবা কবুল করেন।

আল্লাহই ভাল জানেন।

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

Android App: iHadis

Posted: 11 Jun 2016 11:41 AM PDT

ihadis হাদিস অ্যাপের ফিচারসমুহঃ

13411619_969901039796740_7963246147866824179_o

– ম্যাটেরিয়াল ডিজাইনঃ app এর ডিজাইনের দিকে বেশ অনেকটা সময় ব্যয় করা হয়েছে। সাদার সাথে বিভিন্ন কালার কম্বিনেশন করা হয়েছে। হোমপেজে শুরুতেই চমক আছে – ২ টা ভিউ রাখা হয়েছে- যে যেটা পছন্দ করেন। নতুন অ্যাপে বেশ কয়েকটি হাদিসের বই দেয়া হবে। বই> অধ্যায়> হাদিস — এই প্যাটার্ন ফলো করা হয়েছে।

– সার্চঃ যাই সার্চ করেন না কেন সব হাদিসের বইয়ের ভেতর খুঁজে রেজাল্ট আসবে ১ সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ, হ্যাঁ এতটাই ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স দিতে যাচ্ছে ihadis হাদিস অ্যাপ

– ড্রয়ার : সুদৃশ্য একটি ড্রয়ার আছে আমাদের অ্যাপে। এতে বুকমার্ক, সেটিংস সহ বেশ কিছু অপশন আছে।

– চ্যাপটার পেজ : হাদিসের রেঞ্জসহ হাদিসের অধ্যায়গুলো দেখা যাবে। অধ্যায়ে ক্লিক করলে পরের পেজে হাদিস দেখাবে

– হাদিস পেজ : ihadis হাদিস অ্যাপের অন্যতম মুল আকর্ষণ হাদিস পেজ। মাল্টিপল ভিউ এবং সিঙ্গেল ভিউ- এই দুইটি ভিউই আছে, যা অন্য কোন (national/international) হাদিসের অ্যাপে নেই আমার জানামতে। যেন বই থেকেই হাদিস পড়ছি – এই অনুভূতি দেবে মাল্টিপল ভিউ। আরও রয়েছে স্মুথ স্ক্রল এক্সপেরিয়েন্স। এক হাদিস থেকে দ্রুত আরেক হাদিসে জাম্প করার সুবিধাও রয়েছে। সিঙ্গেল ভিউতে হাদিসটা আরও বেশি হাইলাইট হবে, একটি হাদিসের উপর মনোযোগ ধরে রাখা সহজ হবে। হাদিস পড়তে পড়তে জ্ঞানের সাগরে ডুব দিতে পারবেন পাঠককুল – এমনটাই আশা করছি আমরা।

– চ্যাপটার পেজ : হাদিসের রেঞ্জসহ হাদিসের অধ্যায়গুলো দেখা যাবে। অধ্যায়ে ক্লিক করলে পরের পেজে হাদিস দেখাবে

– কোন অ্যাড নেই

যে সকল হাদিস গ্রন্থ আছেঃ

১. সহিহ বুখারী
২. সহিহ মুসলিম
৩. আবূ দাউদ
৪. তিরমিজী
৫. ইবনে মাজাহ
৬. সহিহ হাদিসে কুদসী
৭. ৪০ হাদিস

 

Playstore Link: https://play.google.com/store/apps/details?id=com.ihadis.ihadis

Android App: দো‘আ ও যিকির (হিসনুল মুসলিম)

Posted: 11 Jun 2016 11:30 AM PDT

আমাদের দৈনন্দিন জীবনের ভুল-ত্রুটি ক্ষমা পেতে, আমাদের চাহিদাগুলো সুনির্দিষ্ট উপায়ে চাইতে, অন্যের জন্য ভালো কামনা করতে, জীবনের প্রতি পরতে পরতে আল্লাহর সাহায্য পেতে দু'আর বিকল্প নেই। আল্লাহর কাছে আমরা সবাই কম-বেশি দো'আ করি। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দো'আ কুরআন ও হাদীসে বিদ্যমান। এই দো'আগুলো আমাদের নিকট গুপ্তভাণ্ডার বা ধনভাণ্ডারের ন্যায়। আল্লাহর কাছে চাওয়ার আবেদনপত্র স্বরূপ। এরুপ দো'আর বইয়ের মধ্যে অন্যতম বই হলো "হিসনুল মুসলিম।"

কুরআন-সুন্নাহ্‌র যিক্‌র ও দো'আ সংবলিত হিসনুল মুসলিম রচনা করেছেন "ড. সাঈদ ইব্‌ন আলী ইব্‌ন ওয়াহফ আল-ক্বাহত্বানী"। এটি অনুবাদ করেছেন আমাদের দেশের প্রখ্যাত আলেম-ই-দীন, "ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া"। এতে প্রতিটি দো'আ এবং যিকরের আরবি, উচ্চারণ, অর্থ এবং তার উৎসনির্দেশ দেয়া হয়েছে।

এখানে সর্বমোট ২৫৬ টি দো'আ এবং যিকর রয়েছে যা সুবিধার জন্যে ১৭টি ভাগে আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে।

11539213_391441851066077_4532027950678537277_o

এতে আছে

•ঘুমানোর, ঘুম থেকে ওঠার, পোশাক পরা ও খোলার, পায়খানার, ওযুর, নামাযের, মসজিদের, ইস্তিখারার দো’আ (দুয়া বা দুআ) ও সকাল ও বিকালের যিকর (বা জিকির)

•কুরআন ও হাদিসের ২৫০ ও বেশি দোআ ও যিকির

•আপনার পছন্দের দোআ সেভ করে রাখুন

•সুবিধা মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন

•শেয়ার করে সওয়াব অর্জন করুন

•প্রতিটি দোআর সাথে এর অর্থ, উচ্চারণ এবং ফযিলত দেয়া আছে।

•প্রতিটি দোআর অডিও আছে এতে!!

•অডিও ফাইল শেয়ারও করা যায়

•Pinch zoom এর অপশন যুক্ত করা হয়েছে

•কোন অ্যাড নেই

•সার্চ অপশন বাংলা ফনেটিক দ্বারা

•সুবিধার জন্য আলাদা আলাদা বিষয়ে বিভক্ত

Play Store Link: https://play.google.com/store/apps/details?id=com.greentech.hisnulmuslimbn

Android App: অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ

Posted: 11 Jun 2016 11:21 AM PDT

নামাযে (সলাতে) আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছেন তা কি জানেন??

13227373_499611420249119_333068579871727857_o

অর্থপূর্ণ নামায (সলাত) এমন একটি অ্যাাপ যার দ্বারা আপনি নামাযের পঠিত সূরা, তসবিহ, দোআ ইত্যাদির অর্থ (প্রতিটি শব্দের অর্থ সহ) শিখতে পারবেন।

:::::এতে আছে::::::

১। সলাতে(নামাযে) পঠিত সূরা, তাসবিহ, দোআর অর্থ

২। সূরা ফাতিহাহ এবং শেষ ১৩ সূরা

৩। শব্দে শব্দে অনুবাদ, গভীর শাব্দিক এনালাইসিস ও তাফসির আহসানুল বায়ান

৪। সলাতের ওয়াক্ত, ওয়াক্ত নোটিফিকেশান এবং কিবলা

৫। Pinch zoom করে মন মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন

৬। ছবি ও লেখা শেয়ার করার সুবিধা

৭। কোন অ্যাড নেই!

নতুন ১.১ এ যা এসেছেঃ

৮। নামাযের সময়সূচী দেখার জন্য উইজেট সুবিধা
৯। Marshmellow আর lolipop e crash সংশোধন
১০। কিছু ডিজাইন আপডেট

Playstore link: https://play.google.com/store/apps/details?id=com.greentech.salatbn

কুরআনের তেলাওাত সহ বাংলা অনুবাদ (অডিও – mp3)

Posted: 11 Jun 2016 10:20 AM PDT

بسم الله الرحمن الرحيم

সংক্ষিপ্ত বর্ণনাঃ কুরআনে কারিমের সহজ সরল বাংলা অনুবাদের এই সিডিটি আপনাদের জন্য পেশ করেছে কুরআনের আলো পাবলিকেশন্স। এই সিডিতে কুরআন তেলাওয়াত করেছেন মক্কায় অবস্থিত মাসজীদ আল হারাম এর ইমাম, শেইখ সাউদ আস সুরাইম । বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। এবং বাংলা অনুবাদে কন্ঠ দিয়েছেন জায়েদ ইকবাল

সব ফাইল একসাথে ডাউনলোড করুন – QuranRecitation.zip (916 MB)

01 Al-Fatiha.mp3
02 Al-Baqara.mp3
03 Alo Imran.mp3
04 An-Nisa.mp3
05 Al-Maidah.mp3
06 Al-Anam.mp3
07 Al-Araf.mp3
08 Al-Anfal.mp3
09 At-Tawbah.mp3
10 Yunus.mp3

11 Hud.mp3
12 Yusuf.mp3
13 Ar-Rad.mp3
14 Ibrahim.mp3
15 Al-Hijr.mp3
16 An-Nahl.mp3
17 Bani Israil.mp3
18 Al-Kahf.mp3
19 Maryam.mp3
20 Ta-Ha.mp3
21 Al-Anbiya.mp3
22 Al-Hajj.mp3
23 Al-Muminun.mp3
24 An-Nur.mp3
25 Al-Furqan.mp3
26 Ash-Shuara.mp3
27 An Namal.mp3
28 Al-Qasas.mp3
29 Al-Ankabut.mp3
30 Ar-Rum.mp3
31 Luqman.mp3
32 Sajdah.mp3
33 Al-Ahzab.mp3
34 Saba.mp3
35 Al-Fatir.mp3
36 Ya-Sin.mp3
37 As-Saffat.mp3
38 Sad.mp3
39 Az-Zumar.mp3
40 Al-Mumin.mp3
41 Ha-Mim Sajdah or Fussilat.mp3
42 Ash-Shura.mp3
43 Az-Zukhruf.mp3
44 Ad-Dukhan.mp3
45 Al-Jathiyyah.mp3
46 Al-Ahqaf.mp3
47 Muhammad.mp3
48 Al-Fath.mp3
49 Al-Hujurat.mp3
50 Qaf.mp3
51 Adh-Dhariyyat.mp3
52 At-Tur.mp3
53 An-Najm.mp3
54 Al-Qamar.mp3
55 Ar-Rahman.mp3
56 Al-Waqiah.mp3
57 Al-Hadid.mp3
58 Al-Mujadilah.mp3
59 Al-Hashr.mp3
60 Al-Mumtahina.mp3
61 As-Saff.mp3
62 Al-Jumua.mp3
63 Al-Munafiqun.mp3
64 At-Taghabun.mp3
65 At-Talaq.mp3
66 At-Tahrim.mp3
67 Al-Mulk.mp3
68 Al-Qalam.mp3
69 Al-Haqqa.mp3
70 Al-Maarij.mp3
71 Nuh.mp3
72 Al-Jinn.mp3
73 Al-Muzzammil.mp3
74 Al-Muddaththir.mp3
75 Al-Qiyamah.mp3
76 Ad-Dahr.mp3
77 Al-Mursalat.mp3
78 An-Naba.mp3
79 An-Naziat.mp3
80 Abasa.mp3
81 At-Takwir.mp3
82 Al-Infitar.mp3
83 Al-Mutaffifin.mp3
84 Al-Inshiqaq.mp3
85 Al-Buruj.mp3
86 At-Tariq.mp3
87 Al-Ala.mp3
88 Al-Ghashiyah.mp3
89 Al-Fajr.mp3
90 Al-Balad.mp3
91 Ash-Shams.mp3
92 Al-Layl.mp3
93 Ad-Duha.mp3
94 Al-Inshirah.mp3
95 At-Tin.mp3
96 Al-Alaq.mp3
97 Al-Qadr.mp3
98 Al-Bayyinah.mp3
99 Az-Zilzal.mp3
100 Al-Adiyat.mp3
101 Al-Qariah.mp3
102 At-Takathur.mp3
103 Al-Asr.mp3
104 Al-Humaza.mp3
105 Al-Fīl.mp3
106 Quraysh.mp3
107 Al-Maun.mp3
108 Al-Kauthar.mp3
109 Al-Kafirun.mp3
110 An-Nasr.mp3
111 Al-Lahab.mp3
112 Al-Ikhlas.mp3
113 Al-Falaq.mp3
114 An-Nas.mp3

No comments:

FORM

// Data attributes data-tally-open="nWgJPR" data-tally-emoji-text="👋" data-tally-emoji-animation="heart-beat"...