


আপনি কি একটা কথা খেয়াল করেছেন কখনও,,,,
।
।
ভেবে দেখেছেন কি ,কিছু কাজ আমরা জীবনে একবার মাত্র শিখি কিন্তু কখনও ভুলি না সেই সব কাজ ।।।।
এমনকি যদি সেই সব কাজ থেকে কোন কারন বশত হয়ত যদি অনেক দুরেও থাকি তাহলেও আমরা সেই সব কাজ ভুলিনা ।।।
।
।
।
ভাবছেন কি সেই সব কাজ , ভাবুন ভাবুন ।
।
।
।
পেলেন কিছু?
দেখুন সেই সব কাজ হলো
1)সাইকেল চালানো
2)সাঁতার কাটা
3)বাইক চালানো
4)ঘড়ি দেখা
5)জামা প্যান্ট পড়া
6)সার্ম্ট ফোন ব্যবহার
7)দাঁত মাজা
8)খাবার খাওয়া
9)ইংরেজি বর্ণ
10) বাংলা বর্ণ ও ভাষা
।
।
।
তো এই রকম ভাবে অনেক কিছুই আমরা ভুলতে পারিনা ।
একবার ভেবে দেখুনতো কেন আমরা এই কাজ গুলো একবার শিখে ও ভুলতে পারি না??????
অথচ
আমরা গণিত এর সূত্র, ইংরেজির ব্যাকারণ ,
সাধারণ জ্ঞান এই রকম জিনিস গুলো বারবার একই জিনিস শিখেও ভুলে যাই ??????????
।
।
।
কেন ভুলে যাই ভেবে দেখুন!!!!!
দেখুন
আমরা যখন সাইকেল বা বাইক চালানো শিখেছি তখন আমরা সাধারণত দুটো জিনিস ভাবতাম
1) যদি পড়ে যাই তাহলে খুব লাগবে।
2)এটা না শিখলে অনেক দুর কম সময়ে যাওয়া যাবে না ।
এবার দেখুন আপনি যখন সাইকেল বা গাড়ি চালাতে শিখবেন তখন আপনি খুব সাবধান থাকেন কারণ আপনি জানেন যে যদি আপনি পড়ে যান আপনার খুব লাগবে !!!!
।
।
তাহলে আমার প্রশ্ন হল, আপনি যখন পড়তে বসছেন তখন কেন সাবধান থাকছেন না ???
আপনি কি ভাবছেন ,আপনার লক্ষ্য যদি পূরন না হয় তাহলে কি আপনার লাগবে না !!!
আর আপনি সাইকেল এর মতো পড়া টাকে যদি না চালাতে পারেন তাহলে কিন্তু এগোতে পারবেন না!!!!!
এই ভাবে প্রতি টা জিনিস এর সাথে আমরা আমাদের জীবন টাকে তুলনা করে অনেক কিছু শেখাতে পারি নিজেরাই নিজেদের কে ।।।।।।
তাই যেটা শিখবেন সেটাকে খুব মন প্রাণ দিয়ে সাবধানে শিখুন যেন এক বার শিখলেই তা মনে থাকে ।।।।।।
শুভ রাত্রি ।।।।
No comments:
Post a Comment