Monday, 18 July 2016

বইঃ হজ্জ সফরে সহজ গাইড – নতুন সংস্করণ ২০১৬

বইঃ হজ্জ সফরে সহজ গাইড – নতুন সংস্করণ ২০১৬

Link to QuranerAlo.com – কুরআনের আলো ইসলামিক ওয়েবসাইট

বইঃ হজ্জ সফরে সহজ গাইড – নতুন সংস্করণ ২০১৬

Posted: 17 Jul 2016 06:00 PM PDT

Hajj-Guide-Banglaসংক্ষিপ্ত বর্ণনাঃ হজ্জ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদি স্তম্ভ। ইসলামের এই মহান ইবাদাতটি পালন করার সময় আমরা এর নিয়মনীতি অনুসরণ না করার ফলে বেশ কিছু বিভ্রান্তি লক্ষ্য করা যায়। সেই সাথে এ সম্পর্কে ভালো কোন গাইড না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই বিড়ম্বনায় পড়ি। এছাড়া আমরা ভালোমতো না জানায় হাজ্জের কর্মগুলি সুন্দরভাবে করতে পারি না। কেউ কেউ এক্ষেত্রে অন্যে দেখে আমল করতে গিয়ে বিদআতে পর্যবসিত হন। হজ্জ করার সময় একটি আধুনিক, সমসাময়িক ও সহিহ হজ্জ গাইডের প্রয়োজনীয়তা অনুভব করেই লেখক মো: মোশফিকুর রহমান এই বইটি লিখেছেন। যা হজ্জ সফরে প্রত্যেক ব্যক্তির নিকট থাকা বাঞ্জনীয়। বাংলা ভাষায় ছবিসহ এবং এমন তথ্যপূর্ণ হাজ্জ গাইড এই প্রথম। আল্লাহ তাআলা লেখককে তার উত্তম প্রতিদান। দিক। বইটি প্রকাশ করেছে তাওহীদ প্রকাশনী। বইটি বিনামূল্যে বিতরণ করার জন্য। কেউ আগ্রহী হয়ে কোনরুপ পরিবর্তন না করে বইটি প্রচার করতে পারেন।HAJJ

বইটির অনন্য বৈশিষ্ট্য :

  • বইটিতে কুরআন ও সুন্নাহ ভিত্তিক হাজ্জ, উমরাহ ও এর সংশ্লিষ্ট বিষয়গুলোর বর্ণনা দেয়া রয়েছে।
  • হাজ্জের পূর্ব  প্রস্তুতি সম্পর্কে বর্ণনা রয়েছে।
  • হাজ্জ যাত্রার প্রতিক্ষেত্রে বা প্রতিটি স্থানে কি করণীয়, বর্জনীয় উল্লেখ করা হয়েছে।
  • সেই সাথে বিভিন্ন জায়গায় প্রচলিত হাজীদের বিদআত সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
  • হাজ্জের প্রতিটি ধাপে করণীয় বুঝতে ছবিসহ বর্ণনা দেয়া রয়েছে।
  • বিভিন্ন প্রকার হজ্জে করণীয় এবং উমরাহর বিস্তারিত বর্ণনা রয়েছে।
  • কোন দিবসে কি করণীয় তা তারিখ উল্লেখপূর্বক বর্ণনা রয়েছে।
  • মক্কা ও মদীনায় বিভিন্ন দর্শনীয় স্থানের নাম, বর্ণনা ও ছবি দেয়া রয়েছে।
  • হজ্জ বিষয়ক বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় আরবী শব্দ, বিভিন্ন বিমানবন্দরের সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করা হয়েছে।
  • হাজ্জের পর করণীয় সম্পর্কে
  • বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয বেশ কিছু কুরআন ও হাদীসের দুআ উচ্চারণ ও অর্থসহ উল্লেখ করা হয়েছে।

আল্লাহ আমাদের হাজ্জকে সূন্দরভাবে সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফীক দিন।

হজ্জ সফরে সহজ গাইড – QA Server

হজ্জ সফরে সহজ গাইড – Mediafire

সূত্রঃ waytojannah.com

No comments:

FORM

// Data attributes data-tally-open="nWgJPR" data-tally-emoji-text="👋" data-tally-emoji-animation="heart-beat"...