Saturday, 2 September 2017

Gk

১। মানুষের মস্তিস্কের ওজন কত?
উ: ১.৩৬ কেজি।
.
২। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উ: বৃহস্পতি।
.
৩। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উ: বুধ।
.
৪। কফিতে কোন উপাদান থাকায় তা খেলে ঘুম হয় না?
উ: ক্যাফেইন।
.
৫। ফুলের পাঁপড়ি ও ফল রঙ হয় কিসের জন্য?
উ: ক্লোমোপ্লাস্ট।
.
৬। কৃত্রিম উপায়ে কাঁচাফল পাকাতে কি ব্যবহার করা হয়?
উ: ইথিলিন।
.
৭। বায়ুতে কোন উপাদানটির পরিমান সবচেয়ে বেশি?
উ: নাইট্রোজেন।
.
৮। স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
উ: নাইট্রিক এসিড।
.
৯। কোন বস্তুটি দীর্ঘ সময় ধরে পানি বা রৌদ্রে থাকলে নষ্ট হয় না?
উ: কাচ।
.
১০। পানি অপেক্ষা সোনা কত গুন ভারী?
উ: ১৯ গুন।

No comments:

FORM

// Data attributes data-tally-open="nWgJPR" data-tally-emoji-text="👋" data-tally-emoji-animation="heart-beat"...