Important Current Affairs✍🏻
1 সম্প্রতি 45 তম মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন কে? দীপক মিশ্র
2 ESPN CRICINFO র বিচারে সেরা অধিনায়ক? বিরাট কোহলি
3 টেস্টে দ্রুততম 54 বলে সেঞ্চুরি করেন কোন ক্রিকেটার? ব্রেন্ডন ম্যাককুলাম
4 পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? শাহিদ খাক্কান আব্বাস
5 কাজাকাস্তানের রাজধানী? আস্তানা
6 কেনিয়ার নতুন রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন? উহুরু কেনিয়াট্টা
7 ভারতের প্রথম এভিয়েশন উনিভার্সিটি (রাজীব গান্ধী ন্যাশনাল এভিয়েশন উনিভার্সিটি) কোথায় চালু হতে চলেছে? উত্তরপ্রদেশের রায়বেরেলি
8 পদ্মশ্রী প্রাপ্ত মহিলা ডাক্তার ডঃ ভক্তি যাদব প্রয়াত হলেন। তিনি কোথাকার বাসিন্দা? মধ্যপ্রদেশ
9 সম্প্রতি পাকিস্তানের কাশ্মীরি কোন সংস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে চিহ্নিত করলো? হিজবুল মুজাহিদ্দিন
10 প্রয়াত মার্টিন ক্রো কোন দেশের ক্রিকেটার ছিলেন? নিউজিল্যান্ড
11 রেলওয়ে বোর্ড এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আশওয়ানি লোহানী
12 এম কে দামোদরন, যিনি সম্প্রতি গত হন, তিনি কোন রাষ্ট্রের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন? কেরালা
13 "I am HIV positive, so what ?" বই টি লিখেছেন? সাংবাদিক জয়ন্ত কলিটা
14 নীতি আয়োগ মেন্টর ইন্ডিয়া ক্যাম্পেইন চালু হয়েছে কোন শহর থেকে? নতুন দিল্লি
15 নেহেরু স্মারক যাদুঘর এর সদর দফতরএবং লাইব্রেরি (এনএমএমএল) কোথায় আছে? নতুন দিল্লি
16 জাতীয় ক্রীড়া জাদুঘর প্রতিষ্ঠিত হবে কোন শহরে? নিউ দিল্লি
17 কোন রাজ্য সরকার একটি বিশেষ 24 × 7 হেল্পলাইন '181' চালু করেছে নারীদের জন্য? তেলঙ্গানা
18 রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) তে কে নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছেন? ধর্মেন্দ্র কুমার
19 কোন ভারতীয় বংশোদ্ভূত ছেলেকে যুক্তরাজ্যে অভিষিক্ত করা হয়েছে একটি জনপ্রিয় টেলিভিশন প্রশ্নোত্তর প্রতিযোগিতায় 'চাইল্ড জিনিয়াস'? রাহুল দোশি
20 কোন কেন্দ্রীয় মন্ত্রী "সুস্থ বাচ্চো সুস্থ ভারত" প্রোগ্রাম চালু করেছেন? প্রকাশ জাওদেকর
21 2017 সন্তোষ ট্রফি বিজয়ী দল? বাংলা
22 অলিম্পিকে ভারতের প্রথম মহিলা জিম্যাস্টিক? দীপা কর্মকার
23 মারিয়া শারাপোভা কোন দেশের টেনিস খেলোয়াড়? রাশিয়া
24 আফগানিস্তানের কোন বাধ নির্মাণে ভারত সরকার সাহায্য করেছে? সালমা ড্যাম হরি নদীর ওপর হেরাত এ
25 রঘুবীর চৌধুরী কোন ভাষার সাহিত্যিক ছিলেন? গুজরাটি
26 স্কট কালিটা কিসের সাথে যুক্ত? কাররেসিং
27 পাঠানকোট কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব
28 ভারতে প্রথম জলের তলায় রেস্তোরাঁর উদ্বোধন হলো কোথায়? আহমেদাবাদ
29 পাকিস্তানের আম্পায়ার আরশাদ রাউফ কে কত বছরের জন্য নির্বাসিত করেছে বিসিসি? 5বছর
30 2016 আলান বর্ডার মেডেল জিতলেন কোন অজি ক্রিকেটার? ডেভিড ওয়ার্নার
31 কেরলের চিম্মিনি ন্যাশনাল পার্ক কেনো বিখ্যাত? 192 প্রজাতির পাখি সংরক্ষিত আছে
32 পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ
33 সম্প্রতি জুনিয়র ওয়ার্ল্ড রেস্টলিং চ্যাম্পিয়নশিপ এ জয়ী মঞ্জু কুমারী কিসের কোন খেলার সাথে যুক্ত? রেস্টলিং
34 ভারতের প্রথম ইলেকট্রনিক স্কুটারের নাম কি? S340
35 জোৎস্না চিনাপ্পা, দীপিকা পাল্লিকাল কোন খেলার সাথে যুক্ত? স্কোয়াশ
36 সম্প্রতি অলিম্পিক ও বিশ্ব সাইকেল চ্যাম্পিয়নশিপ জয়ী খেলোয়াড় স্টিফেন উলরিজ প্রয়াত হলেন। উনি কোন দেশের বাসিন্দা? অস্ট্রেলিয়া
37 মুম্বইয়ের মেয়র হলেন বিশ্বনাথ মহাদেশ্বর কত তম? 76 তম
38 সুদানের প্রধানমন্ত্রী? বাকরি হাসান সালেহ
39 সম্প্রতি প্রথম ব্যালন ডি ওর পুরস্কার জয়ী ফরাসি ফুটবলার মারা গেলেন। তার নাম? রেমন্ড কোপা
40 নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী? টি আর জিলিয়াং
41 সম্প্রতি নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী সাউথ স্পেসিফিকের জলের নীচে খোঁজ পাওয়া গেলো তলিয়ে যাওয়া একটি দেশের। তার নাম কি? জিল্যান্ডিয়া
42 'ইন্ডিয়া কোয়েক' app কিসের সাথে যুক্ত? ভূমিকম্প
43 অজয় সিং,লবপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়েট লিফটিং
44 ভারতের প্রথম কোন মেট্রো রেলওয়ে মোবাইল টিকিটিং ব্যাবস্থা চালু করলো? মুম্বাই মেট্রো
45 রাজাজী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখন্ড
46 আদিত্য পাটিল কোন খেলার সাথে যুক্ত? দাবা
47 ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ছত্রিশগড় (বিরল প্রজাতির বুনো মোষের জন্য বিখ্যাত)
48 সহাদ্রি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র
49 বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ট্রেন চালালো কোন দেশ? চীন
50 TIME ম্যাগাজিনের বিচারে 2016 PERSON অফ দি ইয়ার কে হলেন? ডোনাল্ড ট্রাম্প
This post created by raja sarkar........🖌🖌🖌
No comments:
Post a Comment