Friday, 1 September 2017

Gk

রশ্ন: সিঙ্কোনা কি কাজে ব্যাবহৃত হয় ?
ম্যালেরিয়া ঔষধ
প্রশ্ন: শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী ?
সবুজ উদ্ভিদ
প্রশ্ন: উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
ফুল
প্রশ্ন: সব চেয়ে বড় ঘাস কী ?
বাঁশ
প্রশ্ন: কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
সিনকোনা
প্রশ্ন: কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
এসকরবিক অ্যাসিড
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি ?
বৈলাম
প্রশ্ন: আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
টারটারিক অ্যাসিড
প্রশ্ন: কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
ক্যালসিয়াম অক্্রলিক
প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কী ?
কেজিন
প্রশ্ন: লেবুতে কোন অ্যাসিড থাকে ?
সাইট্রিক অ্যাসিড
প্রশ্ন: চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
থিন
প্রশ্ন: কফিতে কোন উপাদান থাকে ?
ক্যাফেইন
প্রশ্ন: আপেলে কোন অ্যাসিড থাকে ?
সালিক অ্যাসিড
প্রশ্ন: দুধে কোন অ্যাসিড থাকে ?
ল্যাকটিক অ্যাসিড
প্রশ্ন: আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
অক্সালিক অ্যাসিড
প্রশ্ন: তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
টারটারিক অ্যাসিড
প্রশ্ন: তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
নিকোটিন
প্রশ্ন: দুধের শর্করাকে কী বলে ?
ল্যাকটোজ
প্রশ্ন: সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে ?
ডাবে
প্রশ্ন: খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
শুটকি মাছে
প্রশ্ন: কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
নিউক্লিয়াস
প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
প্লাটিপাস
প্রশ্ন: বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি ?
এ্যালবাট্রোস
প্রশ্ন: পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
সুইফট বার্ড
প্রশ্ন: বিড়াল থেকে কোন রোগ ছড়ায় ?
ডিপথেরিয়া
প্রশ্ন: ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
ইনসুলিন
প্রশ্ন: ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
অগ্নাশয়ে
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
পেপসিন
প্রশ্ন: মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কী ?
ফুসফুস
প্রশ্ন: মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ কোথায় ?
ধমনীতে
প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে ?
এ্যাডরেনালিন হরমোন
*************** .
.posted by raja

No comments:

FORM

// Data attributes data-tally-open="nWgJPR" data-tally-emoji-text="👋" data-tally-emoji-animation="heart-beat"...