জানেন কি, আইন আপনাকে কী কী অধিকার দিয়েছে? অধিকার সংক্রান্ত অনেক কিছুই অজানা থাকে বলে সমস্যায় পড়তে হয়। অথচ, তেমন হওয়ার কথা নয়। কেননা, সব সংস্থান করা রয়েছে সংবিধানে।

জেনে রাখুন
১. ব্যভিচারে কখনওই কোনও মহিলাকে অভিযুক্ত করা যায় না।
২. বিয়ের অন্তত একবছর না-হলে বিবাহবিচ্ছেদের মামলা করা যায় না।
৩. ফোনে রেকর্ড করা কথাবার্তা আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।
৪. যে কোনও হোটেল থেকে খাওয়ার জল চাওয়া এবং বাথরুম ব্যবহারের অধিকার রয়েছে সকলের।
৫. সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে কোনও মহিলাকে গ্রেফতার করা যায় না।
৬. একজন মহিলা দেশের যে কোনও থানায় অভিযোগ দায়ের করতে পারেন। অপরাধের স্থান সে ক্ষেত্রে জরুরি নয়।
৭. মহিলা অপরাধীকে একমাত্র কোনও মহিলা পুলিশই গ্রেফতার করতে পারেন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
৮. কোনও মহিলা ই-মেল বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পুলিশ কমিশনার বা ডেপুটি কমিশনারকে সরাসরি অভিযোগ জানাতে পারেন।
৯. গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে কাউকে আদালতে পেশ করতে হবে।
১০. কেন গ্রেফতার করা হচ্ছে, তা জানার অধিকার অভিযুক্তের রয়েছে।
১১. কোনও পুলিশকর্মী যদি আপনার অভিযোগ নিতে অস্বীকার করেন, তা হলে তাঁর ৬ মাস থেকে ২ বছরের কারাবাস হতে পারে।
১২. কাউকে গ্রেফতারের সময়ে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে তাঁর পরিচায়ক পোশাক পরতে হবে।
১৩. মদ্যপানের পরে কেউ মদ্যপান সংক্রান্ত পরীক্ষা দিতে অস্বীকার করলে তাঁকে গ্রেফতার করতে ওয়্যার্যান্ট লাগে না।
১৪. পারস্পরিক সহমতে কোনও অবিবাহিতা বা বিধবার সঙ্গে কোনও পুরুষ পরকীয়ায় জড়ালে, তাঁকে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করা যাবে না।
১৫. ধর্ষণের ক্ষেত্রে মহিলারা বিনামূল্যে আইনি সাহায্য পাবেন।
১৬. কর্মক্ষেত্রে বেতনে নারী-পুরুষ বৈষম্য চলবে না।
১৭. ধর্ষণ বা শ্লীলতাহানির ক্ষেত্রে অভিযোগকারিণীকে বয়ান দিতে থানায় যেতে বাধ্য করা যায় না।
১৮. প্রকাশ্যে চুম্বন বা জড়িয়ে ধরা অপরাধ নয়।
১৯. উত্তরাধিকারে ছেলে এবং মেয়েদের সমান অধিকার।
২০. অন্তঃসত্ত্বাদের চাকরি থেকে বরখাস্ত করা যায় না।
২১. জিজ্ঞাসাবাদের জন্য কোনও মহিলাকে আদালতে ডাকা যায় না। তাঁকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা যায়।
২২. এফআইআর দায়ের না-করেই কোনও ধর্ষিতা চিকিৎসকের কাছে যেতে পারেন।
২৩. ধর্ষণের ক্ষেত্রে চিকিৎসকের মতামতই শেষ কথা নয়।
২৪. 'সিঙ্গল' পুরুষ কোনও কন্যাসন্তান দত্তক নিতে পারেন না।
২৫. দম্পতিরা দু'টি সন্তান দত্তক নিলে একটি হতে হবে ছেলে, অন্যটি মেয়ে। দু'টি ছেলে বা দু'টি মেয়ে চলবে না।
২৬. অবিবাহিত যুগলকে ঘর ভাড়া দিতে অস্বীকার করতে পারে না কোনও হোটেল।
No comments:
Post a Comment