এসএসসি অনলাইন আবেদন কীভাবে? হাতে-কলমে দেখুন |ফেব্রুয়ারি ১৭, ২০১৬
অনলাইনে আবেদন করতে অনেকই ভয় পান। কিন্তু পদ্ধতি জানা থাকলে এটা মোটেই ভয়ের নয়। বরং দীর্ঘ লাইনে দাঁড়ানো কষ্ট থেকে ভুল হওয়ার বিড়ম্বনা অনেক কিছু থেকেই মুক্তি পাওয়া যায়।
জেনে নিন হাতেকলমে।
এসএসসি পরীক্ষার আবদেন এবার শুধুমাত্র অনলাইনেই করা যাবে। শুধুমাত্র টাকা জমা দিতে হবে ব্যাঙ্কে। এর পরে স্ট্যাটাস জানা, অ্যাডমিট কার্ড সংগ্রহ সবই করতে হবে অনলাইনে। তাই আগে থাকতেই জেনে রাখা দরকার কীভাবে আর কী কী প্রয়োজন অনলাইন আবেদনের জন্য।
প্রথমেই কমিশনের ওয়েবাসইট www.westbengalssc.com খুলতে হবে।
সেখানে যা তথ্য পূরণ করতে হবে—
১। আবেদনকারীর নাম (সঙ্গে শ্রী, শ্রীমতি, মিস্টার, মিস ইত্যাদিও লিখতে হবে)
২। জন্ম তারিখ
৩। অভিভাবকের নাম (সঙ্গে শ্রী, শ্রীমতি, মিস্টার, মিস ইত্যাদিও লিখতে হবে)
৪। কোন বিষয়ের জন্য আবেদন
৫। কোন ভাষা
৬। মাধ্যমিক উচ্চমাধ্যমিকে প্রথম ভাষা কী ছিল
৭। ক্যাটাগরি- জেনারেল, এসসি, এসটি, ওবিসি ইত্যাদি
৮। আবেদনকারীর লিঙ্গ
৯। কোন জেলার জন্য আবেদন করতে চান
১০। কোন এলাকার জন্য আবেদন করতে চান
১১। মাধ্যমিক থেকে সর্বশেষ ডিগ্রির পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর ও শতাংশ
১২। বর্তমান চাকরির বিবরণ
১৩। যোগাযোগের ঠিকানা, মোবাইল ফোনের নম্বর
১৪। পাসপোর্ট সাইজ ছবির উপর সই করে স্ক্যান করে সফট কপি করতে হবে। (সাইজ ১০ থেকে ৩০ কেবি)।
১৫। চাকরিরতদের বর্তমান স্কুল কর্তৃপক্ষের এনওসি লাগবে। তবে সেটা অনলাইনে জমা দিতে হবে না। একই স্কেলের জন্য আবেদন করতে হলে বর্তমান চাকির ছাড়ার পরেই আবেদন করা যাবে।
আরও যা অবশ্যই মেনে চলুন—
ওয়েবসাইট খোলার জন্য সব থেকে ভাল মোজিলা ফায়ারফক্স কিংবা গুগ্ল ক্রোম। অনলাইনে আবেদন করার সময় কোনওভাবেই ‘ব্যাক বাটন’ ও ‘রিফ্রেশ বাটন’-এ ক্লিক করবেন না।
ছবি আপলোড করার সময় খেয়াল রাখতে হবে ব্রাউজিং করে সঠিক ছবি সিলেক্ট হল কি না। সব শেষে, অনলাইন আবেদনকারীকে ব্যাঙ্ক চালান ডাউনলোড করে নিতে হবে। প্রিন্টও নিতে হবে। এর একটি অংশ ব্যাঙ্কে জমা দিতে হবে। অন্য অংশটি নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী সময়ে সেটি কোনও প্রয়োজনে লাগতেও পারে।
শেষ কথা
আবেদনকারীরা প্রতি শুক্রবার কমিশনের ওয়েবাসইট চেক করবেন। যাবতীয় ঘোষণা শুক্রবার করেই আপলোড করবে স্কুল সার্ভিস কমিশন।
No comments:
Post a Comment