০.
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন।
১.
আমি জানি, ‘দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে’। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগুবো।
২.
আমি জানি, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’। রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সবসময় জয়ী হবো।
৩.
অমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমি নিজেকে পুরোপুরি মুক্ত রাখবো।
৪.
ইতিবাচক চিন্তা আমার জন্যে কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই তা পাবো।
৫.
স্ব-উদ্যোগ, স্ব-পরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকবো। আমি সব ব্যাপারেই স্বাবলম্বী হবো।
৬.
পৃথিবী সাহসী মানুষের জন্যে। আমি সাহসী, আমি নির্ভীক।
Sent via Micromax
No comments:
Post a Comment