৭.
বিশ্বাস শক্তির আকর। আমি বিশ্বাসী। বিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে।
৮.
আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করবো। মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াবো। ফলে আমার চিন্তা কথা সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে।
৯.
মডেল পথ দেখায় আর সমালোচক শুধু সমালোচনাই করতে থাকে। আমি আমার বিশ্বাসের মডেল হবো।
১০.
আমার কষ্টের কারণ যা-ই হোক না কেন, আমি অন্যকে কষ্ট দেয়া থেকে সবসময় বিরত থাকবো।
১১.
জনসমক্ষে কাউকে, এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকবো।
১২.
কুশল জিজ্ঞেস করলেই বলবো-শোকর আলহামদুলিল্লাহ/ থ্যাংকস গড/ হরি ওম বা প্রভুকে ধন্যবাদ! বেশ ভালো আছি।
১৩.
কাজের জন্যে রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনাপানিতেই সাফল্যের বীজ অঙ্কুরিত হয়। কষ্টকর কাজ সম্পাদন করেই আমি অমরত্ব লাভ করবো।
১৪.
স্রষ্টার প্রতিনিধি হিসেবে সৃষ্টিকে প্রতিপালনের কিছু কাজ আজ আমি করবো।
১৫.
আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে। আমি সবসময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।
১৬.
আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে। আমার মস্তিষ্ক যেকোনো জটিল বিষয় বুঝতে পারে। অজেয় ইচ্ছাশক্তি রয়েছে আমার। আমিই বিজয়ী হবো
No comments:
Post a Comment